Advertisement

Hospital: প্রাইভেট হাসপাতালগুলিতে ১৫ দিনের জন্য ফ্রি রিপোর্ট ও চিকিৎসার উইন্ডো, নির্দেশ কমিশনের

শহরের সব বেসরকারি হাসপাতালগুলিকে ১৫ দিনের মধ্যে বিনামূল্যে রিপোর্ট ও রোগীকে চিকিৎসার নির্দেশ দিল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন। কমিশনের চেয়ারপারসন সোমবার জানিয়েছেন, সমস্ত বেসরকারি হাসপাতালগুলিকে একজন চিকিৎসকের পরামর্শে রোগীদের ১৫ দিনের জন্য চিকিৎসা ও প্রয়োজনে পরীক্ষা-নিরিক্ষা করতে হবে বিনামূল্যে।

প্রতীকী ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Feb 2023,
  • अपडेटेड 11:02 AM IST
  • শহরের সব বেসরকারি হাসপাতালগুলিকে ১৫ দিনের মধ্যে বিনামূল্যে রিপোর্ট ও রোগীকে চিকিৎসার নির্দেশ দিল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন।
  • কমিশনের চেয়ারপারসন সোমবার জানিয়েছেন, সমস্ত বেসরকারি হাসপাতালগুলিকে একজন চিকিৎসকের পরামর্শে রোগীদের ১৫ দিনের জন্য চিকিৎসা ও প্রয়োজনে পরীক্ষা-নিরিক্ষা করতে হবে বিনামূল্যে।

শহরের সব বেসরকারি হাসপাতালগুলিকে ১৫ দিনের মধ্যে বিনামূল্যে রিপোর্ট ও রোগীকে চিকিৎসার নির্দেশ দিল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন। কমিশনের চেয়ারপারসন সোমবার জানিয়েছেন, সমস্ত বেসরকারি হাসপাতালগুলিকে একজন চিকিৎসকের পরামর্শে রোগীদের ১৫ দিনের জন্য চিকিৎসা ও প্রয়োজনে পরীক্ষা-নিরিক্ষা করতে হবে বিনামূল্যে।

ক্লিনিকাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের চেয়ারপার্সন অসীম ব্যানার্জি জানিয়েছেন, সমস্ত বেসরকারি হাসপাতালের উইন্ডোটি ১৫ দিনের জন্য বাড়ানোর একটি পরামর্শ জারি করবে। যা শুধুমাত্র বহির্বিভাগের রোগীদের (OPD) ক্ষেত্রে প্রযোজ্য হবে। বর্তমানে, একজন ওপিডি রোগী যদি ডাক্তারের পরামর্শে পরীক্ষার ফলাফলের নিয়ে সাত দিনের মধ্যে ফের দেখাতে যায়, সেক্ষেত্রে কোনও টাকা লাগে না। সেই ব্যবস্থাই ১৫ দিনের জন্য করা হল। কিন্তু অনেক রোগী সাত দিনের মধ্যেই যেতে পারেন না। তাঁদের ফের টাকা দিয়ে ডাক্তার দেখাতে হয়।

শহরের একটি বেসরকারী হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কমিশনের তরফে জানানো হয়েছে, বিষয়টি সবসময় ডাক্তারের হাতে থাকে না। অনেক চিকিৎসক আছেন যারা পরামর্শ দিতে পারেন না। কারণ তাঁরা হাসপাতালের বেতনভোগী কর্মচারী। তাঁরা হাসপাতালের নিয়ম মানতে বাধ্য। ওই উইন্ডোটিই সাতদিনের পরিবর্তে ১৫ দিন করা হল।

এতে রোগীদের অনেক উপকার হবে। অকের পরীক্ষার রিপোর্টই সাতদিনের মধ্যে আসে না। কারণ ডাক্তার দেখানোর পর বিভিন্ন টেস্ট করাতেই কিছুদিন সময় লাগে। তারপর অপেক্ষা করতে হয় ফলাফলের জন্য। একটি বেসরকারী হাসপাতালের একজন প্রবীণ আধিকারিক বলেছেন, এমন কোনও আইন নেই যা, হাসপাতালে রোগীদের সাত দিনের মধ্যে বিনামূল্যে রিপোর্ট করার অনুমতি দেয়। কিন্তু যদি ক্লিনিকাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন অ্যাডভাইজরি জারি করে, তাহলে হাসপাতাল জুড়ে এই ধরনের প্রথম সময়সীমা প্রযোজ্য হবে।
আরও পড়ুন-সঙ্কটজনক শিশুকে রেফার করা যাবে না, হাসপাতালগুলিকে কী কী গাইডলাইন?

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement