Advertisement

Cossipore BJP Leader Death: অর্জুন-মৃত্যুতে CBI, কাশীপুরে গিয়ে দাবি শাহের, রিপোর্ট চাইল তাঁর মন্ত্রক

তৃণমূল সরকারের এক বছর হয়েছে। পরের দিনই রাজনৈতিক হত্যা। গোটা বাংলায় সব জায়গায় রাজনৈতিক হিংসা, প্রতিশোধ এবং বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের নিশানা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তোপ শাহের।

কাশীপুরে অমিত শাহ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 May 2022,
  • अपडेटेड 3:46 PM IST
  • কাশীপুরে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু।
  • বেলায় ঘটনাস্থলে শাহ।
  • সিবিআই তদন্তের দাবি।

কাশীপুরে বিজেপি যুব মোর্চা নেতা অর্জুন চৌরাসিয়ার রহস্যমৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত দাবি করলেন অমিত শাহ। বেলা ৩টে নাগাদ তিনি ঘটনাস্থলে পৌঁছন। কথা বলেন অর্জুনের পরিজনদের সঙ্গে। যে জায়গায় অর্জুনের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল, সেই রেল কোয়ার্টারের পরিত্যক্ত ঘরে যান শাহ। বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,'রাজনৈতিক কারণে খুন করা হয়েছে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সহ-সভাপতি অর্জুন চৌরাসিয়াকে। বেছে বেছে বিরোধী কর্মীদের খুন করা হচ্ছে বাংলায়।'

সকালে কাশীপুরে রেল কোয়ার্টারের একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয় বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত মৃতদেহ। উত্তরবঙ্গ থেকে কলকাতায় এসে কর্মসূচির বদল করেন অমিত শাহ। দমদম বিমানবন্দর থেকে সোজা চলে যান কাশীপুর। সেখানে অর্জুন চৌরাসিয়ার খুনে রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তোলেন শাহ। গতবছর ৫ মে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে কথা উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান,'তৃণমূল সরকারের এক বছর হয়েছে। পরের দিনই রাজনৈতিক হত্যা। গোটা বাংলায় সব জায়গায় হিংসা আর প্রতিশোধের রাজনীতি চলছে। বেছে বেছে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের নিশানা করা হচ্ছে। ভুরি ভুরি এমন উদাহরণ। হিংসা ও হত্যা করে ভয় দেখানোর চেষ্টা চলছে। আগে বামে শাসনে এমনটা হত। তৃণমূল জমানায় তা ছাপিয়ে গিয়েছে।'

হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে বিজেপি। শাহ বলেন,'চৌরাসিয়ার ঠাকুমাকেও মারধর করা হয়েছে। জোর করে মৃতদের পরিবারের কাছ তেকে ছিনিয়ে নিয়েছে পুলিশ। আমাদের দাবি, ময়নাতদন্তের সময় ভিডিওগ্রাফি হোক। সিবিআই- হাতে তদন্তভার দেওয়া উচিত বলে মনে করি। এজন্য আদালতে গিয়েছে বিজেপি।' 

অর্জুন চৌরাসিয়ার রহস্য়মৃত্যুর ঘটনায় তাঁর মন্ত্রক রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে বলে জানান শাহ। বলেন,'এক বছরে এত মামলায় সিবিআই তদন্ত আর দেশের কোনও প্রান্তের হাইকোর্ট নির্দেশ দেয়নি। এতে স্পষ্ট পুলিশ ও আইনের শাসনে ভরসা নেই আদালতের। স্বরাষ্ট্রমন্ত্রক আজই পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে।'     

Advertisement

আরও পড়ুন- BJP নেতা বাগ্গার গ্রেফতারিতে পঞ্জাব বনাম দিল্লি-হরিয়ানা পুলিশ!

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement