Advertisement

Amit Shah Bengal Visit On 25 Se Boishakh 2023 : 'রবীন্দ্র জয়ন্তী করতে আসছেন,' শাহ-সফর নিয়ে দিলীপ, পাল্টা কুণালকেও

প্রথমে শোনা গিয়েছিল দু'দিনের সফরে রাজ্যে আসবেন অমিত শাহ (Amit Shah)। প্রথম দিন ২৪ জানুয়ারি রাজনৈতিক জনসভা এবং পরের দিন ২৫ বৈশাখ উদযাপন। ২৪ বৈশাখ রাজনৈতিক সভা করার কথা ছিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর গড় মুর্শিদাবাদের বহরমপুরে৷ কিন্তু পরে বিজেপি সূত্রে জানা যায়, অমিত শাহর সেই সভা বাতিল করা হয়েছে৷ 

রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যে অমিত শাহ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 May 2023,
  • अपडेटेड 11:15 AM IST
  • রাজ্যে আসছেন অমিত শাহ
  • থাকবেন রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে
  • জেনে নিন সফরসূচি

আগামিকাল রবীন্দ্রজয়ন্তী (25 Se Boishakh 2023)। আর সেই উপলক্ষে রাজ্যে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। রবীন্দ্র জয়ন্তীর দিন রাজ্যে বেশকিছু কর্মসূচি রয়েছে অমিত শাহর। যদিও এই সফরে যে রাজনৈতিক কর্মসূচি ছিল শাহর, তা ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। এদিকে শাহর এই সফর নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করেছে তৃণমূল (TMC)। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও (BJP)।

সোমবার অমিত শাহর সফর প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "উনি সরকারি অনুষ্ঠানে আসছেন। বিএসএফ-এর সঙ্গে মিটিং করবেন। রবীন্দ্র জয়ন্তী করতে আসছেন। কুনাল ঘোষ বলেছেন, যারা অমর্ত্য সেনকে অপমান করে, তারা রবীন্দ্র জয়ন্তী পালনের যোগ্য নয়। কেউ যদি রবীন্দ্রনাথের জায়গা দখল করে নেয়, সে কি রবীন্দ্রপ্রেমী হয়? ওনাকে কে অপমান করেছে? কোর্ট? তাহলে তো বলতে হয় তৃণমূল কংগ্রেসেকে সিবিআই অপমান করেছে। যারা অনৈতিক কাজ করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটাই তো স্বাভাবিক"। 

প্রথমে শোনা গিয়েছিল দু'দিনের সফরে রাজ্যে আসবেন অমিত শাহ (Amit Shah)। প্রথম দিন ২৪ জানুয়ারি রাজনৈতিক জনসভা এবং পরের দিন ২৫ বৈশাখ উদযাপন। ২৪ বৈশাখ রাজনৈতিক সভা করার কথা ছিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর গড় মুর্শিদাবাদের বহরমপুরে৷ কিন্তু পরে বিজেপি সূত্রে জানা যায়, অমিত শাহর সেই সভা বাতিল করা হয়েছে৷ 

ফলে কেবলমাত্র ২৫ বৈশাখই রাজ্যে থাকার কথা অমিত শাহর। রবীন্দ্র জয়ন্তীর দিন সকালে কলকাতায় পা রাখবেন অমিত শাহ৷ প্রথমে এয়ারপোর্ট থেকে পৌঁছবেন নিউটাউনের হোটেলে৷ তারপর সেখান থেকে সোজা জোড়াসাঁকোয় (Jorasanko Thakur Bari)৷ সেখানে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে ফের ফিরবেন নিউটাউনের হোটেলে৷ তারপর সায়েন্সসিটির অডিটোরিয়ামে বিজেপি সাংস্কৃতিক সেলের পঁচিশে বৈশাখ অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় 'খোলা হাওয়া' নামক একটি সংস্থার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য রাখার কথা শাহর। শেষ মুহূর্তে কোনও পরিবর্তন না হলে, রাজ্যে আপাতত এই কর্মসূচিই রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।  

Advertisement

আরও পড়ুন - ঘূর্ণিঝড় মোকা কোন পথে আসবে-রাজ্যে কেমন প্রভাব? BIG UPDATE 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement