হাওড়ার স্টেশনে ঢোকার আগে রেললাইন থেকে সরে গেল আমতা লোকাল। অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। এদিন সকাল পৌনে ১০টা নাগাদ ১৯ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে লাইনচ্যুত হয় আমতা লোকালের শেষ থেকে ৩ নম্বর কামরা। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
জানা গেছে, রবিবার হাওড়া স্টেশনের ১৯ নম্বর প্লাটফর্মে ঢোকার কিছুটা আগে বঙ্কিম সেতুর নীচে লাইনচ্যুত হয় ওই লোকালের একটি কামরা। গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি। ঘটনাস্থলে যান রেলের আধিকারিক এবং কর্মীরা। যাত্রীদের সরিয়ে দেওয়ার পরেই ট্রেনটিকে লাইনে তোলার কাজ শুরু হয়। এর ফলে হাওড়া স্টেশনের দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। বন্ধ রাখা হয় লোকাল ট্রেন চলাচল। নির্ধারিত সময়ের থেকে দেরিতে ঢুকছে এবং ছাড়ছে দূরপাল্লার ট্রেনও।
ট্রেন সরিয়ে ওই লাইনে গাড়ি চলাচল করতে কিছুটা সময় লাগবে। তবে কেন দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে। ক্ষয়ক্ষতি ঘটেনি। আধিকারিকরা পৌঁছে গিয়েছেন দুর্ঘটনাস্থলে। ট্রেন সরাতে এখন সময় লাগবে। কেন এ রকম হল তা নিয়ে বিস্তারিত তদন্ত হবে।
আরও পড়ুন-'WE QUIT!' দুর্গাপুরে একই পরিবারের ৪ জনের মৃত্যু; দানা বাঁধছে রহস্য