Advertisement

Anubrata Mondal: প্রশ্ন তুলেছেন মমতা, দিল্লিযাত্রা ঠেকাতে দিল্লি ও কলকাতা হাইকোর্টে অনুব্রত

অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া নিয়ে চলছে বিস্তর নাটক! গত ৯ ডিসেম্বর দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল। একটি পুরনো মামলায় আসানসোল জেল থেকেই তৃণমূল নেতাকে গ্রেফতার করে দুরবাজপুর থানার পুলিশ। ইতিমধ্যে আড়াই মাস কেটে গিয়েছে।

অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Mar 2023,
  • अपडेटेड 2:33 PM IST
  • দিল্লিযাত্রা ঠেকাতে হাইকোর্টে অনুব্রত।
  • শুক্রবারই দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় ইডির।

বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন,'পঞ্চায়েত ভোট আসছে বলে কেষ্টকে দিল্লি নিয়ে যাচ্ছে?' সেই অনুব্রতর দিল্লিযাত্রা ঠেকাতে চেষ্টার কোনও ত্রুটি রাখা হচ্ছে না। শুক্রবার অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারে ইডি। তার আগে আসানসোলের সিবিআই আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডল। বিচারপতি বিবেক চৌধুরী তৃণমূল নেতার আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায়কে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। শুক্রবার বিকেল ৩টেয় শুনানি হওয়ার কথা। ওদিকে, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রতর আইনজীবী কপিল সিব্বল। প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মার দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন তিনি। সেই অনুমতি মিলেছে। শুনানির সম্ভাবনা শুক্রবার। 

অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া নিয়ে চলছে বিস্তর নাটক! গত ৯ ডিসেম্বর দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল। একটি পুরনো মামলায় আসানসোল জেল থেকেই তৃণমূল নেতাকে গ্রেফতার করে দুরবাজপুর থানার পুলিশ। ইতিমধ্যে আড়াই মাস কেটে গিয়েছে। সোমবার  রাউস অ্যাভিনিউ কোর্ট ইডিকে প্রশ্ন করে, কেন অনুব্রতকে হাজির করানোর পরোয়ানা কার্যকর হয়নি। ইডি জানায়, দিল্লি হাইকোর্টে মামলা করেছেন অনুব্রত। তখন আদালত জানায়, হাইকোর্ট কোনও স্থগিতাদেশ দেয়নি।

এরপর আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আর্জি জানায় ইডি। মেলে অনুমতিও। এ বিষয়ে সংশোধনাগার কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ করারও নির্দেশ দেয় আদালত। তার আগেই কলকাতা ও দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হলেন বীরভূমের জেলা সভাপতি। 

আরও পড়ুন

অনুব্রতর দিল্লিযাত্রার নেপথ্যে রাজনীতি দেখছে তৃণমূল। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,'কেন কেষ্টকে দিল্লি নিয়ে যাচ্ছে, পঞ্চায়েত ভোট আসছে বলে? তাহলে পঞ্চায়েত ভোট পর্যন্ত বা লোকসভা ভোট, ওরা অনেককে গ্রেফতার করবে। যাতে ভোট যেভাবেই হোক দখলে নিতে পারে। এটাই ওরা করে। ওদের অভ্যাস।'

Advertisement
Read more!
Advertisement
Advertisement