Advertisement

Harassment of junior doctor: কলকাতায় মহিলা জুনিয়র ডাক্তারকে 'যৌন হেনস্থা', অভিযুক্ত চালককে খুঁজছে পুলিশ

অ্যাপ ক্যাবের বুকিং বাতিল করায় এক মহিলা জুনিয়র ডাক্তারকে যৌন হেনস্থার অভিযোগ উঠল চালকের বিরুদ্ধে। ওই জুনিয়র ডাক্তার বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। ওই ডাক্তারকে ক্যাবের চালক ফোনে গালিগালাজ ও হুমকি দিয়েছেন বলেও অভিযোগ।

ক্যাব আসতে দেরি, বুকিং বাতিল করায় মহিলা জুনিয়র ডাক্তারকে হেনস্থা ড্রাইভারেরক্যাব আসতে দেরি, বুকিং বাতিল করায় মহিলা জুনিয়র ডাক্তারকে হেনস্থা ড্রাইভারের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Nov 2024,
  • अपडेटेड 7:09 PM IST
  • কলকাতায় ক্যাব বাতিলে মহিলা জুনিয়র ডাক্তারকে 'অশ্লীল ভিডিও বার্তা'
  • কলকাতা পুলিশের সাইবার সেল ও পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা জুনিয়র ডাক্তার

অ্যাপ ক্যাবের বুকিং বাতিল করায় এক মহিলা জুনিয়র ডাক্তারকে যৌন হেনস্থার অভিযোগ উঠল চালকের বিরুদ্ধে। ওই জুনিয়র ডাক্তার বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। ওই ডাক্তারকে ক্যাবের চালক ফোনে গালিগালাজ ও হুমকি দিয়েছেন বলেও অভিযোগ। চালকের নাম, ফোন নম্বর দিয়ে কলকাতা পুলিশের সাইবার সেল ও পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা জুনিয়র ডাক্তার।

শুক্রবার রাত ৮টা নাগাদ কলকাতার বাইপাসের একটি কর্পোরেট হাসপাতালের ও জুনিয়র মহিলা ডাক্তার ক্যাব সার্ভিস অ্যাপ থেকে ক্যাব বুক করেছিলেন। তাঁর পিকআপের জায়গায় পৌঁছতে দেরি করার জন্য ক্যাব বুকিং বাতিল করেন ওই জুনিয়র ডাক্তার। অভিযোগ, এরপরেই ক্যাবের ড্রাইভার তাঁকে কয়েকবার ফোন করে ভয় দেখায়। এছাডা়ও একটি অশ্লীল ভিডিও বার্তা পাঠিয়ে ভয়ানক পরিণতির হুমকি দিয়েছিল বলে অভিযোগ।

তরুণী ডাক্তার কলকাতার পুলিশ কমিশনারের কাছে মেলের মাধ্যমে অভিযোগ দায়ের করেছেন। তিনি কলকাতা পুলিশের সাইবার সেলকেও ইমেল করেছেন। শনিবার দুপুরে তিনি পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ক্যাব চালকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এই মামলায় ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। তার মধ্যে রয়েছে যৌন হেনস্থার ধারাও। আরজি কর কাণ্ডের প্রতিবাদের আবহেই এই ঘটনায় প্রশ্ন উঠছে ডাক্তারদের নিরাপত্তা নিয়ে।

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement