Advertisement

Arijit singh: 'ভ্যাটিকানে গিয়ে করবেন...', অরিজিতের গেরুয়া-মন্তব্যে যা বললেন দিলীপ

শাহরুখ খানের সিনেমা দিলওয়ালে ছবির ‘রঙ দে তু মোহে গেরুয়া’ গানটি নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। বিতর্ক থেমেও গিয়েছিল। কিন্তু গতকাল, শনিবার কলকাতার অ্যাকোয়াটিকায় বলিউডের প্লে-ব্যাক গায়ক অরিজিৎ সিং নিজেই ফের ওই বিতর্কটিতে উসকে দিলেন।

দিলীপ ঘোষ সমর্থন জানালেন অরিজিতকে।দিলীপ ঘোষ সমর্থন জানালেন অরিজিতকে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Feb 2023,
  • अपडेटेड 8:57 AM IST
  • শাহরুখ খানের সিনেমা দিলওয়ালে ছবির ‘রঙ দে তু মোহে গেরুয়া’ গানটি নিয়ে বিতর্ক শুরু হয়েছিল।
  • বিতর্ক থেমেও গিয়েছিল।

শাহরুখ খানের দিলওয়ালে ছবির ‘রঙ দে তু মোহে গেরুয়া’ গানটি নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। বিতর্ক থেমেও গিয়েছিল। কিন্তু গতকাল, শনিবার কলকাতার অ্যাকোয়াটিকায় বলিউডের প্লে-ব্যাক গায়ক অরিজিৎ সিং নিজেই ফের ওই বিতর্কটিতে উসকে দিলেন। এতদিন বিষয়টিতে চুপই ছিলেন তিনি। কিন্তু নিজের কনসার্টে একের পর এক গানের ফাঁকেই বিষয়টিতে মন্তব্য করেন তিনি। বলেন, ‘গেরুয়া রঙটা তো সন্ন্যাসীদের রঙ। স্বামীজির রঙ।’ এদিন অরিজিতের সেই বক্তব্যের সমর্থন করলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

এদিন সল্টলেকে বিজেপি-র শিক্ষক সেলের একটি অনুষ্ঠান হয়। সেখানে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিজেপি নেতা-নেত্রী। বিভিন্ন বিষয়ে বক্তব্যের পাশাপাশি অরিজিৎ সিং-এর গতকালের মন্তব্যের সমর্থন করেন দিলীপ ঘোষ। বলেন, 'অরিজিৎ সিং ঠিকই বলেছেন। গেরুয়া তো স্বামী বিবেকানন্দের । এখানে যদি গেরুয়া নিয়ে গান না করেন, তাহলে কি ভ্যাটিকানে গিয়ে করবেন? কিন্তু এই সরকার কিছুই সহ্য করতে পারে না।'

শনিবার রাতে নিজের অনুষ্ঠান থেকে অরিজিৎ বলেছিলেন, 'এই গানটা নিয়ে খামোকা বিতর্ক তৈরি হল। গেরুয়া রঙটা তো সন্ন্যাসীদের রঙ । স্বামীজির রঙ। বিবেকানন্দ যদি সাদা পরতেন, তাহলে কি সাদা নিয়েও এরকম হত।'

আরও পড়ুন

এই গান নিয়ে বিতর্কের সূত্রপাত কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে। সেদিন আমন্ত্রিত ছিলেন অরিজিৎ। তাঁকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি গানের জন্য অনুরোধ করেন। সেই সময় অরিজিৎ একটি বাংলা গানের দু'লাইন গেয়ে, শাহরুখ খানের সম্মানে তাঁর সিনেমার হিট গান 'গেরুয়া' গেয়ে শোনান। সেই ক্লিপিংস ভাইরাল হয়। কেউ কেউ দাবি করে, ইচ্ছে করেই অরিজিৎ ওই গানটি গেয়েছেন। 

এরপর ১৪ ফেব্রুয়ারি অরিজিতের ইকো পার্কে একটি কনসার্ট হওয়ার কথা ছিল। হঠাৎই হিডকোর তরফে জানানো হয়, জি-২০ অনুষ্ঠানের জন্য ইকো পার্ককে তাঁর অনুষ্ঠানের ভেন্যু হিসেবে দেওয়া সম্ভব নয়। বাতিল হয় গায়কের কনসার্ট। শুরু হয় বিতর্ক। এই ইস্যুতে মন্তব্য করেন বিজেপি সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'সব শো নয়, বেছে-বেছে অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। তৃণমূলের সঙ্গে না থাকলে করে খাওয়া বন্ধ হয়ে যাবে। শুধু অরিজিৎ সিং নয়, যারা তৃণমূলের সঙ্গে নেই প্রত্যেকের শো বাতিল করে দেওয়া হচ্ছে। এভাবেই বাংলার শিল্প সংস্কৃতিকে ধ্বংস করেছে তৃণমূল।'

Advertisement

তবে তৃণমূলের তরফে মুখপাত্র কুণাল ঘোষ জানান, অরিজিতের শোয়ের জায়গা বদলের পেছনে কোনও গান বা রাজনৈতিক কারণ নেই। বিজেপির বিরুদ্ধে তিনি অপপ্রচার ও কুৎসার অভিযোগ তোলেন। তার কিছুদিন পরেই একটি জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথায় উঠে আসে অরিজিৎ সিং-এর কথা। তিনি অরিজিতের হাসপাতার তৈরির উদ্যোগের প্রশংসা করেন। এবং ব্যাক্তি অরিজিতের প্রতি তাঁর মুগ্ধতার কথা বলেন। তখনই বিতর্কে ইতি পড়েছিল। কিন্তু কালকের অনুষ্ঠানে অরিজিতই ফের গেরুয়া বিতর্ক উসকে দিলেন, যা তাঁর মতো উচ্চতার শিল্পীর না করলেও চলত বলে মনে করছেন অনেকেই।

 

Read more!
Advertisement
Advertisement