Advertisement

Partha Chatterjee And Arpita Mukherjee : ফ্ল্যাটে উদ্ধার সব টাকা পার্থর? আদালতে যা বললেন অর্পিতার আইনজীবী...

সোমবার আদালতে অর্পিতা মুখোপাধ্যায়ের হয়ে সওয়াল করেন দিল্লির বিশিষ্ঠ আইনজীবী বৃন্দা গ্রোভার। শুনানিতে বারেবারেই তিনি দাবি করে, তাঁর মক্কেল কিছুই নিয়ন্ত্রণ করতেন না। আসলে সবটাই নিয়ন্ত্রণ করতেন আসলে পার্থ চট্টোপাধ্যায়। তিনি শুধু সেখানে থাকতেন।

পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 May 2023,
  • अपडेटेड 12:07 PM IST
  • 'সব টাকা পার্থ'
  • আদালতে দাবি অর্পিতার আইনজীবীর
  • করা হল জামিনের আবেদন

নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা পেয়েছিলেন তদন্তকারীরা। সেই টাকা কার, এতদিন বারেবারেই উঠেছে সেই প্রশ্ন। এবার সেই বিপুল পরিমান টাকা পার্থ চট্টোপাধ্যায়ের বলে আদালতে দাবি করা হল অর্পিতা মুখোপাধ্যায়ের তরফে। আদালতের শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়কেই (Partha Chatterjee) 'মাস্টারমাইন্ড' বলে দাবি করেন অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী। 

সোমবার আদালতে অর্পিতা মুখোপাধ্যায়ের হয়ে সওয়াল করেন দিল্লির বিশিষ্ঠ আইনজীবী বৃন্দা গ্রোভার। শুনানিতে বারেবারেই তিনি দাবি করে, তাঁর মক্কেল কিছুই নিয়ন্ত্রণ করতেন না। আসলে সবটাই নিয়ন্ত্রণ করতেন আসলে পার্থ চট্টোপাধ্যায়। তিনি শুধু সেখানে থাকতেন।

যদিও অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবীর এই দাবি অবশ্য মানতে নারাজ এন্ফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইডির পাল্টা দাবি, সব জেনে বুঝেই বিলাসবহুল জীবন উপভোগ করেছেন অর্পিতা। এখন দায় এড়িয়ে যেতে পারেন না। তাঁর ফ্ল্যাটে কোটি কোটি  টাকা পাওয়া গেছে, এক্ষেত্রে কেউ তাঁকে টাকা রাখার জন্য জোর করেছিল কি না, বা তিনি পার্থ চট্টোপাধ্যায়ের নামে কোনও অভিযোগ দায়ের করেছিলেন কি না, সেই সব প্রশ্নও তোলা হয় ইডির তরফে। এমনকী ইডি-র আইনজীবী একটি ছবি দেখিয়ে বলেন, অর্পিতা এতটাই প্রভাবশালী যে তাঁর আইনজীবীর গাড়িতেও ভারত সরকারে বোর্ড লাগানো আছে। আদালতে এই প্রসঙ্গ ওঠার পর আইনজীবী নিজের গাড়ি থেকে ওই বোর্ডটি সরিয়ে নেন।

প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। তারপর থেকে আলিপুর মহিলা জেলেই বন্দি তিনি। গ্রেফতারির পর বেশ কয়েকবার তাঁকে আদালতে সশরীরে হাজির করানো হয়েছিল। তবে গত অগাস্টের পর থেকে আর তাঁকে সশরীরে আদালতে হাজির করানো হয়নি। ভার্চুয়াল মাধ্যমেই শুনানিতে অংশ নিচ্ছিলেন অর্পিতা। অবশেষে এতদিন পর সোমবার ইডির বিশেষ আদালতে হাজির করানো হয় তাঁকে। এদিন অর্পিতার জামিনের আবেদনের শুনানি ছিল। দীর্ঘ ১০ মাসে এই প্রথম জামিনের আবেদন করলেন অর্পিতা মুখোপাধ্যায়। 

Advertisement

আরও পড়ুন - নাবালিকাকে ৪০ বার কুপিয়ে-পাথরে থেঁতলে খুন, দিল্লির হাড়হিম CCTV ফুটেজ

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement