Advertisement

বাড়িতে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে মৃত জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রী

বাড়িতে আগুন। অগ্নিদদ্ধ হয়ে মৃত্যু হল জ্যোতিষ জয়ন্ত শাস্ত্রীর। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে কেষ্টপুরের সমর দে সরণিতে। দমকলের ৩টি ইঞ্জিনের কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

অগ্নিদগ্ধ হয়ে জয়ন্ত শাস্ত্রীর মৃত্যুঅগ্নিদগ্ধ হয়ে জয়ন্ত শাস্ত্রীর মৃত্যু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Nov 2020,
  • अपडेटेड 12:53 PM IST
  • অগ্নিদগ্ধ হয়ে জয়ন্ত শাস্ত্রীর মৃত্যু
  • বাড়িতেই অগ্নিদগ্ধ জ্যোতিষী
  • খতিয়ে দেখছে দমকল

বাড়িতে আগুন। অগ্নিদদ্ধ হয়ে মৃত্যু হল জ্যোতিষ জয়ন্ত শাস্ত্রীর। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে কেষ্টপুরের সমর দে সরণিতে। দমকলের ৩টি ইঞ্জিনের কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

বাড়ি থেকে বের হচ্ছে কালো ধোঁয়া

স্থানীয় সূত্রে খবর এদিন সকাল সাড়ে ৭টা - ৮টা নাগাদ সমর দে সরণির ওই ৩ তলা বাড়ির দোতলায় আগুন দেখতে পান এলাকাবাসীরা। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে বাইরের দিকে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। খবর দেওয়া হয় দমকলে। সেসময় বাড়িতেই ছিলেন জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রী। তালা ভেঙে উদ্ধার করা হয় তাঁকে। এরপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। 

আগুন নেভানোর চেষ্টায় দমকল কর্মীরা

এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে দমকলের ৩টি ইঞ্জিনের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যদিও আগুন লাগার কারণ এখনও স্পষ্ট হয়। ঘটনাস্থল খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। তবে বহু মানুষকের ভাগ্য বক্তা জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রীর এহেন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া বিভিন্ন মহলে।

আরও পড়ুন

 

Read more!
Advertisement
Advertisement