Advertisement

SSC Scam : SSC দুর্নীতির পর্দাফাঁস করা সেই ববিতাকে জিজ্ঞাসাবাদ CBI-এর

এসএসসি-তে (SSC) একাদশ ও দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রভাব খাটানোর অভিযোগ রাজ্যের ওঠে মন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে। সেই পরীক্ষায় প্রথম মেধাতালিকায় প্রথম ২০-র মধ্যে নাম না থাকা সত্ত্বেও দ্বিতীয় মেধাতালিকায় একেবারে প্রথমে উঠে আসে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার অধিকারীর নাম।

ববিতা সরকার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jun 2022,
  • अपडेटेड 3:38 PM IST
  • ববিতা সরকারকে তলব সিবিআই-এর
  • নিজাম প্যালেসে উপস্থিত মামলাকারী
  • সঙ্গে ববিতার আইনজীবীও

স্কুল সার্ভিস দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের (CBI) দফতরে মামলাকারী ববিতা সরকার। মামলার নথি নিয়ে নিজাম প্যালেসে ববিতা। সঙ্গে তাঁর আইনজীবী। সূত্রের খবর ববিতার বয়ন রেকর্ড করবে সিবিআই। ববিতা সরকারেই করা মামলার জেরেই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেয় আদালত। একইসঙ্গে তাঁকে বেতন ফেরতের নির্দেশও দেন বিচারপতি। 

এসএসসি-তে (SSC) একাদশ ও দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রভাব খাটানোর অভিযোগ রাজ্যের ওঠে মন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে। সেই পরীক্ষায় প্রথম মেধাতালিকায় প্রথম ২০-র মধ্যে নাম না থাকা সত্ত্বেও দ্বিতীয় মেধাতালিকায় একেবারে প্রথমে উঠে আসে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার অধিকারীর নাম। অঙ্কিতার প্রাপ্ত নম্বর ছিল ৬১। এদিকে দেখা যায় ৭৭ নম্বর পেয়ে প্রথম তালিকায় ২০ নম্বরে থাকা ববিতা সরকার নেমে গিয়েছেন দ্বিতীয় মেধাতালিকার ২১ নম্বরে। ফলে চাকরি পাননি তিনি। এমনকি অঙ্কিতা পার্সোনালিটি টেস্টে বসেননি বলেও জানা যায়। সেই মামলাতেই পরেশ অধিকারীকে সিবিআই-এর কাছে হাজিরার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত ও তাঁর এতদিনে পাওয়া বেতন ২ দফায় ফেরৎ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 

এদিকে এই ঘটনায় সংবাদমাধ্যমে প্রকাশিত সমস্ত খবর মিথ্যা বলে দাবি করেছেন মন্ত্রী পরেশ অধিকারী (Paresh Chandra Adhikary)। তিনি বলেন, "যেগুলি কাগজে দেওয়া হচ্ছে, সেগুলি সব মিথ্য। এগুলি নিয়ে নতুন করে কিছু নেই। কারণ চাকরি নিয়ে যেগুলি বলা হচ্ছে, আমার বউয়ের চাকরি, সেটা আমার বিয়ের আগেই। তাঁরা এখন অবসর নেওয়ার পথে।" এক্ষেত্রে এই ধরনের সমস্ত অভিযোগকে বিরোধীদের চক্রান্ত বলেও দাবি করেছেন তিনি। 

আরও পড়ুনএক মাসে দেশে টমেটোর দাম বাড়ল ৭৭%, শীর্ষে কলকাতা, কত?

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement