Advertisement

Durga Puja Ilish: পুজোয় বাঙালির পাতে ইলিশ, বাংলাদেশ থেকে এল সুখবর

পুজোয় বাঙালির পাতে পড়তে চলেছে বাংলাদেশের ইলিশ। যাবতীয় অনিশ্চয়তা কাটিয়ে ভারতে ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। পুজোর সময় তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ ভারতে পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক।

৩ হাজার মেট্রিক টন ইলিশ আসছে বাংলাদেশ থেকে, পাতে পড়বে পুজোয়৩ হাজার মেট্রিক টন ইলিশ আসছে বাংলাদেশ থেকে, পাতে পড়বে পুজোয়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Sep 2024,
  • अपडेटेड 5:00 PM IST
  • তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ ভারতে পাঠানো হবে
  • রফতানিকারকদের ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে আবেদন করতে বলা হয়েছে

পুজোয় বাঙালির পাতে পড়তে চলেছে বাংলাদেশের ইলিশ। যাবতীয় অনিশ্চয়তা কাটিয়ে ভারতে ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। প্রথম আলোর প্রতিবেদন অনুসারে, পুজোর সময় তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ ভারতে পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। বাণিজ্য মন্ত্রকের নির্দেশে বলা হয়েছে, ইলিশ রফতানিকারকদের ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে আবেদন করতে বলা হয়েছে। ওই তারিখের পর করা আবেদন গ্রহণযোগ্য হবে না। যারা আগেই আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

পুজো উপলক্ষ্যে এপাড় বাংলায় বেশ কয়েক বছর ধরেই ভারতে ইলিশ রফতানি করে আসছে বাংলাদেশ। পাঁচ হাজার টন ইলিশের চাহিদা রয়েছে। সেই কথা মাথায় রেখে কলকাতা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন পুজো উপলক্ষে ইলিশ চেয়ে আবেদন করে। শনিবার সেই আবেদনে সাড়া দিয়ে ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ রফতানির ছাড়পত্র দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক।

পুজোর সময় বাংলায় ইলিশ এলেও তার দাম কী হবে তা এখনই জানাতে পারছেন না ব্যবসায়ীরা। কারণ চাহিদা ও ইলিশ আসার পরিমাণের ওপরে নির্ভর করবে বলে তাদের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন

হাসিনা সরকারের পতনের পর থেকেই পুজোর সময় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রফতানি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। এর আগে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার জানিয়ে দিয়েছিল যে তারা এবার পুজোর সময় কোনও ইলিশ পাঠাতে পারবে না। গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ সচিবালয়ের মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছিলেন, 'এবারে আর পুজোর সময় ভারতে ইলিশ মাছ পাঠানো হবে না। ইলিশ অত্যন্ত সুস্বাদু মাছ। দেশের মানুষের চাহিদা মিটলে তারপরে রফতানির কথা ভেবে দেখা যাবে।'

Read more!
Advertisement
Advertisement