Advertisement

Firhad Hakim : 'লোকসভা ভোটে BJP ২৫ আসন পেলে কান ধরে ওঠবস করব', আক্রমণ ফিরহাদের

লোকসভা ভোটে BJP যদি এই রাজ্য থেকে ২৫টি আসন পায় তাহলে তিনি কান ধরে ওঠবোস করবেন। এই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা মেয়র ফিরহাদ হাকিম। তাঁর কথায়, 'লোকসভা ভোটে এই রাজ্যে বিজেপি যদি ২৫ আসন পায়, আমি তাহলে কান ধরে ওঠবোস করব।'

ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jul 2022,
  • अपडेटेड 7:11 PM IST
  • লোকসভা ভোটে BJP যদি এই রাজ্য থেকে ২৫টি আসন পায় তাহলে তিনি কান ধরে ওঠবোস করবেন
  • এই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা মেয়র ফিরহাদ হাকিম

লোকসভা ভোটে BJP যদি এই রাজ্য থেকে ২৫টি আসন পায় তাহলে তিনি কান ধরে ওঠবোস করবেন। এই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা মেয়র ফিরহাদ হাকিম। তাঁর কথায়, 'লোকসভা ভোটে এই রাজ্যে বিজেপি যদি ২৫ আসন পায়, আমি তাহলে কান ধরে ওঠবোস করব।' 

এদিন শনিবার টক টু মেয়র ছিল। সেই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন ফিরহাদ হাকিম। সেখানেই এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ' উনি কি লিখে দিতে পারবেন যে, BJP এই রাজ্যের লোকসভা ভোটে ২৫ আসন জিতবেন? লোকসভা ভোটে যদি BJP ২৫ আসন পায়, আমি তাহলে কান ধরে ওঠবোস করব।' 

কেন বললেন এই কথা? 

আরও পড়ুন : চলতি জুলাই মাসেই কলেজে ভর্তি, দিনক্ষণ জানাল সরকার

এদিন হায়দরাবাদে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিয়েছিলেন BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানেই তিনি বলেন, ২০২৪ সালের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে তাঁরা ২৫ আসন পাবেন। আর তার প্রক্ষিতেই এদিন প্রশ্ন করা হয় ফিরহাদ হাকিমকে। তখনই তিনি এই কথা বলেন। 

তবে এখানেই থামেননি তিনি। আক্রমণ করেছেন BJP-র রাজ্য সভাপতিকে। তিনি বলেন, BJP যদি ওই সংখ্যক আসন না পায় তাহলে কিন্তু তাঁকে (সুকান্ত মজুমদার) রাজনীতি ছাড়তে হবে। 

প্রসঙ্গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই রাজ্যে BJP ১৮টি আসন জিতেছিল। এই ফলাফলের জেরে উজ্জীবিত হয়েছিল গেরুয়া শিবির। রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে তারা যে আত্মপ্রকাশ করতে চলেছে, সেই ফলাফলই তা পরিষ্কার করে দেয়। যদিও একুশের বিধানসভা ভোটে আশানুরূপ ফল করতে পারেননি সুকান্ত-দিলীপরা। সেবার ৭৭ আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁদের।

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement