Advertisement

Bhabanipur Akash Magharia : 'অ্যারেস্ট করব, যান বলছি', ভবানীপুরে 'দাবাং' পুলিশকর্তা

ভবানীপুরে BJP-র প্রচার ঘিরে উত্তেজনা। BJP কর্মী-সমর্থকদের আঙুল তুলে হুমকি দেওয়ার অভিযোগ DC সাউথ আকাশ মাঘারিয়ার বিরুদ্ধে। সামনে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রীতিমতো মেজাজ হারিয়েছেন ওই পুলিশকর্তা। BJP-র কর্মী-সমর্থকদের লক্ষ্য করে দিচ্ছেন হুমকিও।

আকাশ মাঘারিয়া
রাহুল মন্ডল
  • কলকাতা,
  • 22 Sep 2021,
  • अपडेटेड 3:15 PM IST
  • ভবানীপুরে BJP-র প্রচার ঘিরে উত্তেজনা
  • BJP কর্মী-সমর্থকদের আঙুল তুলে হুমকি দেওয়ার অভিযোগ DC সাউথ আকাশ মাঘারিয়ার বিরুদ্ধে
  • সামনে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রীতিমতো মেজাজ হারিয়েছেন ওই পুলিশকর্তা

ভবানীপুরে BJP-র প্রচার ঘিরে উত্তেজনা। BJP কর্মী-সমর্থকদের আঙুল তুলে হুমকি দেওয়ার অভিযোগ DC সাউথ আকাশ মাঘারিয়ার বিরুদ্ধে। সামনে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রীতিমতো মেজাজ হারিয়েছেন ওই পুলিশকর্তা। BJP-র কর্মী-সমর্থকদের লক্ষ্য করে দিচ্ছেন হুমকিও। 

ঠিক কী হয়েছিল? 

বুধবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরে প্রচারে বেরিয়েছিলেন BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিত্র ইন্সটিটিউশন থেকে মিছিল বেরিয়ে বলরাম ঘোষ স্ট্রিট হয়ে তা পৌঁছায় হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মুখে। আর তখনই পুলিশ সাংসদ জ্যোতির্ময় মাহাতোরা, সুকান্ত মজুমদারদের বাধা দেয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন DC সাউথ আকাশ মাঘারিয়া। তিনিই ওই এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন। 

আরও পড়ুন : মমতার পাড়ায় সুকান্তকে বাধা, 'ভয় পেয়েছেন দিদি', বলছে BJP

বচসা 

পুলিশ তাদের পথ আটকালে BJP-র সাংসদ জ্যোতির্ময় মাহাতো ও সুকান্ত মজুমদার বচসায় জড়িয়ে পড়েন আকাশ মাঘারিয়ার সঙ্গে। আকাশ মাঘারিয়াও সাংসদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। সাফ জানিয়ে দেন, এতজন লোককে নিয়ে মিছিলের অনুমতি তিনি দেবেন না। যা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর সুকান্ত মজুমদারের সঙ্গেও একপ্রস্থ বচসা হয় ওই পুলিশ আধিকারিকের। 

'দাবাং' আকাশ মাঘারিয়া 

এই ঘটনার পর আকাশ মাঘারিয়াকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন তিনি কেন BJP-র মিছিলে বাধা দিলেন। উত্তরে তিনি বলেন, 'করোনা বিধি কেউ যদি ভাঙে, যদি আইন-শৃঙ্খলা ভাঙে তাহলে গ্রেফতার করা হবে। ব্যাস। সোজা কথা। যান বলছি।  আমি ওদের ওয়ানিং দিয়েছি। ওরা চলে গিয়েছে। ওদের যে রুটের অনুমতি দেওয়া হয়েছিল, তা মানেনি। সেই কারণে মিছিলে বাধা দেওয়া হয়েছে। যে রুটের অনুমতি দেওয়া হয়নি, সেই রুটে কেন আসবে? এটা নিয়ম ভাঙা হচ্ছে। আর বেশি কথা বলব না।' 

Advertisement

আরও পড়ুন : Madan Mitra : একহাঁটু জল, 'দুয়ারে জল' নিয়ে হাজির মদন মিত্র, দেখুন

তারপরই পুলিশকর্তাকে একজন মহিলা সাংবাদিক জিজ্ঞেস করেন, 'আপনি কি মিডিয়াকেও বারণ করছেন?'উত্তরে আকাশ মাঘারিয়া বলেন, 'হ্যাঁ করছি। আপনার ক্যারেক্টার ও রেসিডেন্স সার্টিফিকেট আছে? আপনার করোনা সার্টিফিকেট আছে?' উত্তরে ওই মহিলা সাংবাদিক বলেন, 'সব আছে আমার মোবাইলে দেখাচ্ছি।' উত্তকে আকাশ মাঘারিয়ে বলেন, 'আপনি থানায় যান। আমি দেখছি।' 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement