Advertisement

প্রিয়াঙ্কার বিরুদ্ধে অভিযোগ দায়ের, জবাব তলব EC-র

ভবানীপুর উপ-নির্বাচনের BJP প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে চিঠি নির্বাচন কমিশনের। অভিযোগ প্রিয়াঙ্কা টিবরেওয়াল Covid বিধি মানছেন না। BJP-র ওই প্রার্থী জানিয়েছেন, তৃণমূলের তরফে তাঁর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানানো হয়েছে। তার প্রেক্ষিতেই কমিশন তাঁর কাছে জবাব তলব করেছে।

প্রিয়াঙ্কা টিবরেওয়াল
সূর্যাগ্নি রায়
  • কলকাতা,
  • 15 Sep 2021,
  • अपडेटेड 3:25 PM IST
  • ভবানীপুর উপ-নির্বাচনের BJP প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে চিঠি নির্বাচন কমিশনের
  • অভিযোগ প্রিয়াঙ্কা টিবরেওয়াল Covid বিধি মানছেন না
  • BJP-র ওই প্রার্থী জানিয়েছেন, তৃণমূলের তরফে তাঁর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানানো হয়েছে

ভবানীপুর উপ-নির্বাচনের BJP প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে চিঠি নির্বাচন কমিশনের। অভিযোগ প্রিয়াঙ্কা টিবরেওয়াল Covid বিধি মানছেন না। BJP-র ওই প্রার্থী জানিয়েছেন, তৃণমূলের তরফে তাঁর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানানো হয়েছে। তার প্রেক্ষিতেই কমিশন তাঁর কাছে জবাব তলব করেছে। 

কেন অভিযোগ দায়ের হয়েছে, BJP প্রার্থী প্রিয়াঙ্কার দাবি তৃণমূল তাঁর বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের করেছে। তৃণমূলের অভিযোগ, মনোনয়ন জমা করার দিন প্রিয়াঙ্কা অনেক লোক নিয়ে গিয়েছিলেন। এতে করোনো বিধি ভাঙা হয়েছে। মনোনয়ন জমা বা প্রচারের সময় যে সংখ্যক লোক নিয়ে যাওয়ার কথা, তার থেকে বেশি সংখ্যক লোক ছিল তাঁর সঙ্গে।  আর সেই কারণেই কমিশন তাঁকে চিঠি পাঠিয়েছে। ও জানতে চেয়েছে, কেন তিনি করোনাবিধি মানছেন না? 

আরও পড়ুন : Bhabanipur By Election: সবচেয়ে ধনী প্রিয়াঙ্কা, পিছিয়ে মমতা; কার কত সম্পত্তি?

আজতক বাংলাকে ভবানীপুরের BJP প্রার্থী বলেন, 'আমি নির্বাচন কমিশনের পাঠানো চিঠি পেয়েছি। তৃণমূল আমার বিরুদ্ধে অভিযোগ করেছে বলে আমাকে চিঠি পাঠানো হয়েছে। সেখানে অভিযোগ করা হয়েছে, আমি মনোনয়ন জমা দেওয়ার সময় করোনা বিধি মানিনি। আমি এর জবাজব কমিশনকে দেব। আমার সঙ্গে একটা গাড়ি ছিল মনোনয়ন জমা দেওয়ার দিন। শুভেন্দু দা আমার সঙ্গে গাড়িতে ছিলেন। দীনেশ ত্রিবেদী বা অর্জুন সিং আমার সঙ্গে ছিলেন না। তাঁরা সরাসরি গিয়েছিলেন কমিশনে। আমি কোনও বিধি ভাঙিনি। আমার গাড়িতে কোনও পতাকা ছিল না। রাস্তায় লোকজন ছিল। তার দায়িত্ব তো আমি নেব না। তবে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আমি এর জবাব দেব।' 

প্রিয়াঙ্কার আরও অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভয় পেয়ে তাঁর বিরুদ্ধে কমিশনে অভিযোগ করেছেন। তৃণমূলের লক্ষ্য প্রচারে বাধা দেওয়া। 

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মঙ্গলবার কমিশনে অভিযোগ জানিয়েছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। অভিযোগ পত্রে জানানো হয়, পাঁচটি মামলার বিষয়ে হলফনামায় তথ্য দেননি ভবানীপুরের তৃণমূল প্রার্থী। আবার নন্দীগ্রাম ভোটের আগেও মমতার বিরুদ্ধে একই অভিযোগ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ছিল, ২০১৮ সালে মমতার বিরুদ্ধে অসমে পাঁচটি ফৌজদারি মামলা দায়ের হয়েছিল। 

Advertisement

আরও পড়ুন : Bhabanipur By Election : ঢাকের তালে ধুনুচি নেচে মনোনয়ন জমা প্রিয়াঙ্কার, দেখুন

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement