Advertisement

BJP Attack Mamata: ‘হিজাব পরে পুজো উদ্বোধনের ফল...’, কলকাতার জল-যন্ত্রণা নিয়ে মমতাকে নিশানা BJP-র

প্রবল বৃষ্টিতে মঙ্গলবার বিপর্যস্ত হয়ে পড়েছিল কলকাতা ও সংলগ্ন এলাকা৷ এই পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগছে বিজেপি৷ পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী তথা বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার নিশানা করেছেন মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় 'হিজাব পরেছেন' বলেই এমন প্রাকৃতীক দুর্যোগ বলে দাবি করছে বিজেপি।

কলকাতার জল-যন্ত্রণা নিয়ে মমতাকে নিশানা BJP-রকলকাতার জল-যন্ত্রণা নিয়ে মমতাকে নিশানা BJP-র
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Sep 2025,
  • अपडेटेड 7:55 AM IST

প্রবল বৃষ্টিতে মঙ্গলবার বিপর্যস্ত হয়ে পড়েছিল কলকাতা ও সংলগ্ন এলাকা৷ এই পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগছে বিজেপি৷ পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী তথা বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার নিশানা করেছেন মুখ্যমন্ত্রীকে।  মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় 'হিজাব পরেছেন' বলেই এমন প্রাকৃতীক দুর্যোগ বলে দাবি করছে বিজেপি। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী হিন্দুদের আস্থায় আঘাত হেনেছেন বলেও অভিযোগ তোলা হচ্ছে।

প্রসঙ্গত,মহালয়ার আগেই বেশ কয়েকটি প্যান্ডেলের উদ্বেধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই নিয়েই  রাজনৈতিক বিতর্ক চরমে উঠেছে। প্যান্ডেল উদ্বোধন করতে গিয়ে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে কাপড়ে মাথা ঢাকেন মমতা। সেই নিয়ে তাঁকে তীব্র কটাক্ষ করছে বিজেপি। বিষয়টি নিয়ে ট্যুইট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি লিখেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার উপর এই ক্রোধের ছোঁয়া লাগান যখন তিনি হাতিবাগান সার্বজনীনের ৯১তম দুর্গাপুজো  হিজাব পরে উদ্বোধন করেন। তিনি কি কখনও ইসলামিক অনুষ্ঠানে যোগদানের সময় হিন্দু প্রতীক পরার সাহস করবেন? যদি কলকাতা এবং হিন্দু বাঙালিরা এই নির্লজ্জ মুসলিম তোষণের হুমকির বিরুদ্ধে জেগে না ওঠে, তাহলে পশ্চিমবঙ্গের কিছুই অবশিষ্ট থাকবে না - যে ভূমিকে একসময় হিন্দু বাঙালিদের জন্মভূমি হিসেবে কল্পনা করা হত।'

এই প্রসঙ্গে তৃণমূলনেত্রীকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারীও। মঙ্গলবার কলকাতার জল যন্ত্রণা এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মিছিলেন জন্য বিরোধী দলনেতা বলেন,  ‘পিতৃপক্ষে মমতা হিজাব পড়ে পুজো উদ্বোধন করেছেন তাই এটা হয়েছে। ’ শুভেন্দু অধিকারীর কথায়, 'এই পিতৃপক্ষে গিয়ে একটা বিশেষ ভোট ব্যাঙ্ককে বার্তা দেওয়ার জন্য যেভাবে, শক্তি দায়িনি রুপংদেহি মাকে যেভাবে অপমান করেছেন, পরম শক্তিশালী মা, এটা ভালভাবে নেননি। পিতৃপক্ষে উদ্বোধন এবং হিজাব পরে, কাঁচি নিয়ে উদ্বোধন, এরফল ভোগ করতে হচ্ছে কলকাতার মানুষকে। এবং বাংলার মানুষকে।'

Advertisement
Read more!
Advertisement
Advertisement