Advertisement

Mamata Banerjee SIR: মমতা SIR ফর্ম জমা দিয়েছেন ডেডলাইনের আগেই, দাবি BJP-র

BJP IT সেলের প্রধান তথা সাংসদ অমিত মালব্যর দাবি, মমতা বন্দ্যোপাধ্যয়ায় ভোটারদের বিভ্রান্ত করার জন্য মিথ্যা ছড়িয়েছেন। তিনি যথাসময়ে ডেডলাইনের আগেই নিজের SIR ফর্ম ফিলআপ করে জমা করেছেন। এ প্রসঙ্গে কী বললেন BJP রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Dec 2025,
  • अपडेटेड 5:06 PM IST
  • অমিত মালব্যর দাবি, মমতা বন্দ্যোপাধ্যয়ায় SIR ফর্ম ফিলআপ করেছেন
  • ডেডলাইনের আগেই নিজের SIR ফর্ম ফিলআপ করে জমা করেছেন
  • কী বললেন BJP রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য?

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ছিল বাংলায় SIR এনুমারেশন পর্বের শেষ দিন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, তিনি SIR ফর্ম ফিলআপ করেননি। পাল্টা এবার অমিত শাহের  দাবি, মমতা যথাসময়ে ফর্ম ফিলআপ করে জমা করেছেন।

অমিত মালব্যর দাবি
এক্স পোস্টে শুক্রবার BJP সাংসদ তথা IT সেলের প্রধান অমিত মালব্যর দাবি, 'মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার জনগণকে বিভ্রান্ত করেছেন। তিনি শেষ দিন যথাযথ ভাবে ফর্ম ফিলআপ করে জমা করেছেন। কয়েক মাস ধরে ভুল তথ্য ছড়ানো এবং পশ্চিমবঙ্গের ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টার পর মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে পশ্চিমবঙ্গের বৈধ ভোটার হিসেবে থাকার জন্য ১১ ডিসেম্বর ২০২৫-এ নিজের SIR গণনার ফর্ম জমা করেছেন। তবে বাংলার মানুষ তাঁর এই নাটককে বিশেষ পাত্তা দেয়নি। প্রায় ১০০% ভোটার তাদের ফর্ম ফিল করে জমা করেছেন। এই বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের কারণে নির্বাচন কমিশনকে এই প্রক্রিয়ার সময়সীমা বাড়াতে হয়নি।'

অমিত মালব্য আরও বলেন, 'এই পুরো ঘটনাটি একটি জিনিস পরিষ্কার ভাবে প্রমাণ করে, বাংলার ভোটাররা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছড়ানো মিথ্যায় বিশ্বাস করে না। তৃণমূল সরকারের মেয়াদ শেষ হওয়ার তারিখ দ্রুত এগিয়ে আসছে।' 

কী বলেছিলেন মমতা? 
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যথাসময়ে ভবানীপুরের BLO গিয়ে SIR ফর্ম পৌঁছে দিয়েছিলেন। তবে তিনি জানিয়ে দেন, বাংলার সমস্ত মানুষ যতদিন না পর্যন্ত SIR-এর ফর্ম ফিলআপ করে জমা করবেন, সকলের এই প্রক্রিয়া যতদিন না পর্যন্ত শেষ হবে, তিনি নিজের ফর্ম ফিলআপ করবেন না। বৃহস্পতিবার SIR এনুমারেশন পর্বের অন্তিম দিন থাকা সত্ত্বেও তিনি জানান, এখনও SIR-এর এনুমারেশন ফর্ম ফিলআপ করেননি। 

কেন SIR ফর্ম ফিলআপ করেননি, তার ব্যাখ্যা দিয়ে মমতা বলেন, 'তিনবার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম। সাতবার সাংসদ হয়েছি। আর আপনাদের আর্শীবাদ, শুভেচ্ছায় তিনবার মুখ্যমন্ত্রীও হয়েছি। আমাকে আজকে প্রমাণ করতে হবে, আমি ভারতের নাগরিক কি না? এর চেয়ে নাকখত দেওয়া অনেক ভাল।'

Advertisement

শমীকের কটাক্ষ
BJP-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এদিন এ প্রসঙ্গে বলেন, 'উনি সবকিছুই করেন আবার কিছুই করেন না। কোভিডের সময়ে ভ্যাকসিন কটাক্ষ করেছিলেন আবার নিজেই সবার আগে টিকা নিয়েছিলেন।'

 

Read more!
Advertisement
Advertisement