Advertisement

Sajal Ghosh Durga Puja: সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো বন্ধ হবে, প্রতিমাও ঢাকা হবে, যদি... পাল্টা শর্ত দিলেন সজল

সন্তোষ মিত্র স্কোয়্যার বা লেবুতলা পার্কের পুজো বন্ধ করতে চাইছে রাজ্য সরকার। সেই কারণে পুলিশ দিয়ে নানা ঝামেলা পাকানো হচ্ছে। ৪০ ফুটের রাস্তাকে করা হচ্ছে ১৫ ফুট। এমনকী লাইট অ্যান্ড সাউন্ড শো বন্ধ করার আদেশ দেওয়া হচ্ছে। আর এমন অসহযোগিতার অভিযোগ তুলে পুজো বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন বিজেপি নেতা সজল ঘোষ।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Sep 2025,
  • अपडेटेड 5:57 PM IST
  • লেবুতলা পার্কের পুজো বন্ধ করতে চাইছে রাজ্য সরকার
  • পুলিশ দিয়ে নানা ঝামেলা তৈরি করা হচ্ছে।
  • লাইট অ্যান্ড সাউন্ড শো বন্ধ করার আদেশ দেওয়া হচ্ছে।

সন্তোষ মিত্র স্কোয়্যার বা লেবুতলা পার্কের পুজো বন্ধ করতে চাইছে রাজ্য সরকার। সেই কারণে পুলিশ দিয়ে নানা ঝামেলা পাকানো হচ্ছে। ৪০ ফুটের রাস্তাকে করা হচ্ছে ১৫ ফুট। এমনকী লাইট অ্যান্ড সাউন্ড শো বন্ধ করার আদেশ দেওয়া হচ্ছে। আর এমন অসহযোগিতার অভিযোগ তুলে পুজো বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন বিজেপি নেতা সজল ঘোষ।

এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সজলের অভিযোগ, অপারেশন সিঁদুর অনেকের সহ্য হয়নি। তার উপর অমিত শাহ পুজো উদ্বোধন করায় গ্রাত্র দাহ হয়েছে। তারপর কাল থেকেই অসহযোগিতা চলছে। চক্রান্তের গন্ধ পাচ্ছি। মাঠ রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আমরা সেগুলি এসে সরিয়ে দিই। যাঁরা সিঁদুরের প্রজোকশন দেখাচ্ছে, পুলিশ তাঁদের লাইসেন্স জানতে চেয়েছে। কত টাকার চুক্তি, জিএসটি জানতে চাইছে। 

তিনি আরও জানান, আজ আমাদের কাছে অডিয়ো ভিজ্যুয়ালের প্রোজেকশন নিয়ে চিঠি গিয়েছে। পুলিশ ওভার টেলিফোন করে জানিয়েছেন এলইডি প্রোজেকশন চালানো যাবে না। 

সজলের আরও অভিযোগ, প্রতিবছরই আমাদের উপর পুলিশি অসভ্যতা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সবার কাছে করজোরে আবেদন, আমাদের পক্ষে পুলিশের সঙ্গে ঝগড়া করে পুজো পুজো করা সম্ভব নয়। 

তাই তাঁর দাবি, পুলিশ চিঠি দিয়ে দিলে বন্ধ করে দেব পুজো। 

এই বিজেপি নেতা আরও যোগ করেন, 'এটা ৯০ বছরের পুজো। আমরা যাঁরা সনাতনে বিশ্বাস করি, অনেকে নবরাত্রীর উপোস করেছেন। অনেকে আগামী কয়েকদিনে উপোস করবেন। পুলিশ ভিন্ডিক্টিভ। স্থানীয় অঞ্চলের সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের বসিয়ে দিয়েছে। তাঁদের ধারণা সিভিকরা পুজোর পক্ষে থাকবে। তাই আমি আপনাদের কাছে হাতজোর করে সনাতনি হিন্দু ছেলে আমি জানতে চাই এই রাজ্যে পুজো পুজো করাটা অপরাধ কি না?... সেই সিদ্ধান্ত বাংলার মানুষ নেবে। এর আগেও আমরা দেখেছি সাগরে একটা অপারেশন সিঁদুর বন্ধ হয়ে গিয়েছে। পুলিস চেয়েছে যাতে একটা দুর্ঘটনা ঘটে যায়।  

রাস্তা ছোট করে দিয়েছে পুলিশ
এ দিন সংবাদিকদের মুখোমুখি সজল বলেন, '৪০ ফুটের রাস্তাকে বন্ধ করে ১৫ ফুটের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। যেখানে ৭০০ মিটার হাঁটলে মণ্ডপে পৌঁছে যাওয়া যায়, সেখানে ৩.৫ কিমি ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কিছু জায়গায় ৪ থেকে ৫ ফুট করে দেওয়া হয়েছে রাস্তা। মানুষকে গরু-গাঁধার মতো ঢোকাচ্ছে। তাতে সমস্যা বাড়তে পারে। সেটাই পুলিশ চাইছে। আমরা সেই পথে হাঁটব না। আমরা চালাব এলইডি। পুলিশ বাধা দিলে আমরা লাইট নিভিয়ে দেব। প্রতিমার মুখ কালো কাপড়ে ঢাকব। পুরোহিতের সঙ্গে কথা বলে মাকে সময়ের আগেই নিরঞ্জনের ব্যবস্থা করে দেব।' 

Advertisement

মা করবেন বিচার
সজলের দাবি, এই অনাচারের বিচার করবেন মা। এই ৬টা মাস এই সরকার যা খুশি করে নিন। জনগণের উপর সব ছেড়ে দেওয়া হল। তাঁরাই বিচার করবেন। 

এলইডি না হলে পুজো বন্ধ
সজলের জানিয়েছেন, তাঁদের পক্ষ থেকে প্রোজেকশন দেখানোর চেষ্টা হবে। এলইডি-ই আসল। সেটা বন্ধ হলে আর  ইন্টারনেটে দেখুন। হেঁটে দেখতে হবে না। আমরা পুজো বন্ধ করে দেব।
 

Read more!
Advertisement
Advertisement