Advertisement

Suvendu Adhikary On Tanmay Bhattacharya: 'TMC-র ওয়াশিং মেশিনে তন্ময় ভট্টচার্যকে ধুয়ে নেওয়া হতে পারে', দাবি শুভেন্দুর

বর্ষীয়ান সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে এক মহিলা সাংবাদিকের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ উঠেছে। রবিবার, ২৭ অক্টোবর ওই মহিলা সাংবাদিক ফেসবুক লাইভের মাধ্যমে এই বিষয়ে অভিযোগ আনেন। তারপর থেকেই সোশ্যাল মিডিয়া তোলপাড় শুরু হয়ে যায়। রাজনৈতিক মহলেও শুরু হয়ে যায় চাপানউতোর।

শুভেন্দু অধিকারী-তন্ময় ভট্টাচার্য
সুচেতা কোনার
  • কলকাতা,
  • 28 Oct 2024,
  • अपडेटेड 6:21 PM IST
  • মহিলা সাংবাদিকের শ্লীলতাহানি কাণ্ডে নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার
  • দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

'তৃণমূল হয়তো তন্ময় ভট্টাচার্যকে চায়, বরানগরে সজল ঘোষ তৃণমূলকে যে লড়াই ফিরিয়ে দিয়েছিল, তাতে তৃণমূল ভয় পেয়েছে', চাঞ্চল্যকর দাবি করলেন বিজেপি নেতা তথা রাজ্য় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এমনই সম্ভাবনার কথা বলেন তিনি। শুধু তাই নয়, সিপিএমের প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে, তন্ময়কে তৃণমূলের ওয়াশিং মেশিনে ধুয়ে দলে নিয়ে নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

বর্ষীয়ান সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে এক মহিলা সাংবাদিকের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ উঠেছে। রবিবার, ২৭ অক্টোবর ওই মহিলা সাংবাদিক ফেসবুক লাইভের মাধ্যমে এই বিষয়ে অভিযোগ আনেন। তারপর থেকেই সোশ্যাল মিডিয়া তোলপাড় শুরু হয়ে যায়। রাজনৈতিক মহলেও শুরু হয়ে যায় চাপানউতোর।

অভিযোগ ভাইরাল হওয়ার পরই কড়া ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করে সিপিএম। রবিবারই তড়িঘড়ি এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি জানিয়ে দেন, 'ওই মহিলা সাংবাদিক যে অভিযোগ করেছেন তা অত্যন্ত গুরুতর। দল এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত করবে। তবে সেই প্রক্রিয়া সময় সাপেক্ষ। সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তন্ময় ভট্টাচার্যকে দল থেকে সাসপেন্ড করা হল। এই ধরনের আচরণ কোনওভাবেই দল সমর্থন করে না।'

এরপরই এদিন নতুন করে বিষয়টি নিয়ে বিতর্ক উসকে দিলেন শুভেন্দু অধিকারী। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য TMC-তে যোগ দিতে পারেন বলে জানান তিনি। তিনি বলেন, 'সিপিআইএমের প্রাক্তন রাজ্যসভার সাংসদ ঋতব্রত যিনি এখন তৃণমূলের শ্রমিক শাখার রাজ্য সভাপতি, তাঁর বিরুদ্ধেও অভিযোগ ছিল। আমাদের বিরুদ্ধে তৃণমূল অভিযোগ করে ওয়াশিং মেশিনে ধুয়ে নেওয়ার। তবে ওদেরও আরও বড় ওয়াশিং মেশিন আছে যাতে ঋতব্রতকে ওয়াশ করিয়ে জয়েন করিয়েছে।' শুভেন্দুর দাবি, একইভাবে তন্ময়কেও তৃণমূল দলে নেওয়া হতে পারে।

Advertisement

সেই সঙ্গে এই ঘটনার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানো উচিত, বলেও মন্তব্য করেন শুভেন্দু। তাঁর কথায়, 'CPM বিরোধী কিনা জানি না। পশ্চিমবঙ্গের সিপিএম নো ভোট টু বিজেপি নো ভোট টু মোদিজি করছে। দমদমে সিপিএম যে ভোট পেয়েছে সেটা পাওয়ার তাদের ক্ষমতা নেই। তারমধ্যে ৯৮% ভোটই হিন্দু ভোট।'

এরপরই তিনি ফের দাবি করেন, 'ওরা হয়তো তন্ময়বাবুকেও চায়। কারণ বরানগরের সজল যে ফাইটটা দিয়েছে সেটা ওদের কাছে অ্যালার্মিং। এবং তন্ময় ভট্টাচার্য ভোট কেটেই জিতিয়েছে তৃণমূলকে। তৃণমূল প্রথমে বাজার গরম করবে। তারপরে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। কোনও একদিন সকালে দেখা যাবে তৃণমূলের অনেক উন্নতমানের ওয়াশিং মেশিন যেটা ভাইপো দুবাই বা আমেরিকা থেকে নিয়ে এসেছে, তাতে তন্ময় ভট্টাচার্য ওয়াশ হয়ে তৃণমূলের ঝান্ডা ধরবে। আর রাজারহাট, বরানগর, কামারহাটি, সব সিটগুলো বাঁচানোর কাজ করবে।'

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement