Advertisement

HC On Suvendu Adhikari: বহাল শুভেন্দুর রক্ষাকবচ, আসানসোলকাণ্ডে এফআইআর নয়, হাইকোর্টে ধাক্কা রাজ্যের

শুভেন্দুকে সুরক্ষাকবচ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। সেই নির্দেশ খারিজের আর্জিতে গতকাল সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয় রাজ্য সরকার। হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করতে পরামর্শ দেওয়া হয়। তার পর কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ পরিবর্তনের আবেদন জানানো হয়। 

হাইকোর্টের নির্দেশে স্বস্তি শুভেন্দু অধিকারীর।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Dec 2022,
  • अपडेटेड 3:02 PM IST
  • শুভেন্দুকে সুরক্ষাকবচ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।
  • সেই নির্দেশই বহাল থাকল।

কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বহাল থাকল তাঁর সুরক্ষাকবচ। আপাতত তাঁর বিরুদ্ধে এফআইআর করতে পারবে না রাজ্য সরকার। আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এখনই এফআইআর করার অনুমতি মিলল না। শুক্রবার হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ,আপাতত কোনও অন্তর্বর্তী নির্দেশ দেবে না হাইকোর্ট। শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে চাইলে রাজ্যকে যথাযথ বেঞ্চে যেতে হবে। 

শুভেন্দুকে সুরক্ষাকবচ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। সেই নির্দেশ খারিজের আর্জিতে গতকাল সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয় রাজ্য সরকার। হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করতে পরামর্শ দেওয়া হয়। তার পর কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ পরিবর্তনের আবেদন জানানো হয়। 

শুক্রবার আদালতে সরকার জানায়,বিচারপতি মান্থা নির্দেশ রয়েছে আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বিরোধী দলনেতার নামে কোনও এফআইআর করা যাবে না। এই ঘটনায় এফআইআর করা জরুরি। এ নিয়ে বিচারপতি জয় সেনগুপ্তের প্রশ্ন করেন,'রাজ্য কি কোনও প্রাথমিক তদন্ত করছে? ময়নাতদন্ত শেষ হয়েছে? এফআইআর করার আগেও এসব হওয়া প্রয়োজন। এই সংক্রান্ত আর একটি মামলা প্রধান বিচারপতির এজলাসে বিচারাধীন। তাহলে এই বেঞ্চ কি করবে?ডিভিশন বেঞ্চে কি চ্যালেঞ্জ করেছে?' তার কোনও উত্তর দিতে পারেনি রাজ্য সরকারের তরফে কৌঁসুলি। তার পরই মামলায় অন্তর্বর্তী কোনও নির্দেশ দেননি বিচারপতি।

এদিকে, আসানসোল-কাণ্ডে ইতিমধ্যেই বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় দায়ের হয়েছে অভিযোগ। তার ভিত্তিতে মামলাও রুজু হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৫ জনকে।

আরও পড়ুন- 'আইন মানছেন না শুভেন্দু, দায়ী বিচারপতি রাজাশেখর মান্থা', বিস্ফোরক কুণাল

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement