Advertisement

SSC-কে ভর্ৎসনা, 'আধিকারিকদের গ্রেফতারির নির্দেশ দেব', বলল আদালত

SSC-র ফাঁড়া যেন কাটছে না। এবার উচ্চ প্রাথমিকের একটি মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হল স্কুল সার্ভিস কমিশনকে। আজ মামলাটি ওঠে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে।

Representitive Photo Representitive Photo
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Apr 2025,
  • अपडेटेड 6:27 PM IST
  • SSC-র ফাঁড়া যেন কাটছে না
  • কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হল স্কুল সার্ভিস কমিশনকে

SSC-র ফাঁড়া যেন কাটছে না। এবার উচ্চ প্রাথমিকের একটি মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হল স্কুল সার্ভিস কমিশনকে। আজ মামলাটি ওঠে  বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। আদালতে হাজির ছিলেন SSC-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং আধিকারিকরা। তাঁদের সামনেই বিচারপতিরা বলেন, আদালতের নির্দেশ কার্যকর না করলে আধিকারিকদের গ্রেফতারের নির্দেশ দেব। 

২০১৬ সালের উচ্চ প্রাথমিকের নিয়োগ এখনও সম্পূর্ণ হয়নি। এই মর্মে কলকাতা হাইকোর্টে মামলা ওঠে। গত বছরের অগাস্ট মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ১৪ হাজার ৫২ জনের চাকরি নিশ্চিত করতে হবে। তাঁদের নিয়োগ করাতে হবে। কিন্তু তারপর এতদিন কেটে গেলেও এখনও ১৪৮২ জনের নিয়োগ বাকি রয়েছে। যা নিয়ে আদালত অবমাননার মামলা হয়। সেই মামলাতেই কমিশনকে ভর্ৎসনা করেন বিচারপতিরা। 

হাইকোর্টের নির্দেশে এদিন কোর্টে হাজিরা দেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং আধিকারিকেরা। আদালত, কমিশনের কাছে জানতে চায়, আদালতের নির্দেশ সত্ত্বেও কেন নিয়োগ সম্পূর্ণ হয়নি? উত্তরে কমিশনের আইনজীবীর তরফে জানানো হয়, নির্দেশ মেনে অনেককে নিয়োগ করা হয়েছে। তবে বেশ কিছু বাকি আছে। কারণ, নিয়োগের যে রেসিও বা অনুপাত তা মিলছে না। নানা ক্ষেত্রে সমস্য়া দেখা দিচ্ছে। 

তবে কমিশনের এই যুক্তিকে নাকচ করে দেন বিচারপতিরা। তাঁদের তরফে সাফ জানানো হয়, আদালতের নির্দেশ কার্যকর করতেই হবে। শিক্ষামন্ত্রী বা রাজ্যের কেউ যাঁকে বললে এই সমস্যার সমাধান সম্ভব তাঁর কাছে যেতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। 

বিচারপতি তপোব্রত চক্রবর্তীর নির্দেশ, 'কীভাবে নিয়োগ প্রক্রিয়া শেষ করা যায় তা নিয়ে চেয়ারম্যানকে ভাবতে হবে। সিদ্ধান্তে আসতে হবে। চেয়ারম্যান আদালত অবমাননার মুখে পড়েছেন। সমাধান তাঁকে করতে হবে।' বিচারপতি আরও বলেন, 'আপনার কী ক্ষমতা রয়েছে, জানার দরকার নেই। আদালতের নির্দেশ পালন করতে হবে। এখান থেকেই আধিকারিকদের গ্রেফতারের নির্দেশ দেব।' আগামী ১৬ মে মামলার পরবর্তী শুনানি।  

Advertisement
Read more!
Advertisement
Advertisement