Advertisement

Anubrata Mandal : জিজ্ঞাসাবাদ করা যাবে? অনুব্রতর মেডিক্যাল রিপোর্ট নিয়ে AIIMS-এ CBI

সোমবারই অনুব্রত মণ্ডলের মেডিক্যাল রিপোর্ট হাতে পায় সিবিআই। রিপোর্টে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির কী কী শারীরিক সমস্যা রয়েছে ও তাঁর কী কী চিকিৎসা চলছে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। সূত্রের খবর রিপোর্টে রয়েছে, মলদ্বারের যন্ত্রণা, কাশি, হাইপারটেনশন, অক্সিজেনের ঘাটতি, দাঁতে ব্যথাসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন তিনি।  

অনুব্রত মণ্ডলঅনুব্রত মণ্ডল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Apr 2022,
  • अपडेटेड 9:20 AM IST
  • সিবিআই-এর হাতে অনুব্রতর মেডিক্যাল রিপোর্ট
  • রিপোর্ট নিয়ে এইমসে তদন্তকারীরা
  • চিকিৎসকদের উত্তরের অপেক্ষা

বারংবার সিবিআই-এর সামনে হাজিরে এড়িয়ে চলেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এই পরিস্থিতি তাঁর মেডিক্যাল রিপোর্ট নিয়ে দিল্লির এইমস হাসপাতালের (AIMS) চিকিৎসকদের দ্বারস্থ সিবিআই কর্তারা। অনুব্রত স্বাস্থ্যের বর্তমান যা পরিস্থিতি, তাতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা যাবে কিনা, মূলত সেটিই জানতে চাওয়া হয়েছে সিবিআই-এর তরফে। 

জানা গিয়েছে, সোমবারই অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) মেডিক্যাল রিপোর্ট হাতে পায় সিবিআই। রিপোর্টে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির কী কী শারীরিক সমস্যা রয়েছে ও তাঁর কী কী চিকিৎসা চলছে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। সূত্রের খবর রিপোর্টে রয়েছে, মলদ্বারের যন্ত্রণা, কাশি, হাইপারটেনশন, অক্সিজেনের ঘাটতি, দাঁতে ব্যথাসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন তিনি।  

এই অবস্থায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা যাবে কি না, করলেও ভার্চুয়ালি নাকি সরাসরি, বা তাঁকে আরও সময় দেওয়া উচিত কিনা, এইসমস্ত বিষয় জানতে চেয়েই এইমসের চিকিৎসকদের দ্বারস্থ হয়েছেন সিবিআই (CBI) কর্তার। যদিও এই বিষয়ে এইমসের তরফে এখনও কিছু জানানো হয়নি বলেই খবর। 

আরও পড়ুন

প্রসঙ্গত গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে বেশকয়েকবার তলব করেছে সিবিআই। ডেকে পাঠান হয়েছে নির্বাচন পরবর্তী হিংসা মামলাতেও। তবে প্রতিক্ষেত্রেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজির এড়িয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।

 

Read more!
Advertisement
Advertisement