বিচারপতিদের সামনেই বিচার ব্যবস্থায় মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে বিচার ব্যবস্থার কাছে গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রক্ষার আবেদনও জানান তিনি। এছাড়াও আগামিদিনে আরও আইনজীবী তৈরি হওয়া উচিত বলেও মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
রবিবার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মাথার রাখবেন আইন সবসময় ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। মানুষ যখন কোনও রাস্তা দেখতে পান না, তখন তাঁরা আদালতে যান, কারণ তাঁরা ভাবেন বিচার পাবেন। বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা রয়েছে। কারণ এটা আমাদের মন্দির, মসজিদ, গির্জা। আমি বলছি না মানুষ বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারিয়েছেন, তবে বর্তমান সময়ে পরিস্থিতি খারপ থেকে খারাপতর হচ্ছে।"
মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমি বিশ্বাস করি বিচার ব্যবস্থার অবশ্যই অবিচার থেকে মানুষকে রক্ষা করা উচিত। মানুষের কান্না শোনা উচিত। এখন মানুষ দরজার পেছনে কাঁদছেন। রায়ের আগে মিডিয়া ট্রায়াল চলছে। মিডিয়া বিচার ব্যবস্থাকে গাইড করছে, এটা হতে পারে না। বিচার ব্যবস্থা সবেচেয়ে ওপরে। মিডিয়া তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তারা যাকে ইচ্ছা অভিযুক্ত করছে।"
একইসঙ্গে বিচার ব্যবস্থার প্রতি যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও গণতন্ত্র বজায় রাখার আবেদনও জানান মমতা। তিনি বলেন, "যুক্তরাষ্ট্রীয় কাঠামো যেন বজায় থাকে। অকারণে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে। সমস্ত গণতান্ত্রিক অধিকার এক শ্রেণির মানুষ বাজেয়াপ্ত করেছে। দয়া করে গণতন্ত্রকে রক্ষা করুন। কারণ এটা চলতে থাকলে দেশ রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে যেতে পারে।" মমতার বন্দ্যোপাধ্যায়ের এহেন বক্তব্যে স্বভাবতই তোলপাড় পড়ে গিয়েছে বিভিন্নমহলে।
আরও পড়ুন - কিডনির জন্য এই ৫ খাবার 'বিষ', আজই পরিত্যাগ করুন