Advertisement

CM Mamata Banerjee: SIR-এ মহিলাদেরই টার্গেট করা হচ্ছে? তাত্‍পর্যপূর্ণ অভিযোগ মমতার

SIR শুনানিতে হেনস্থা হতে হচ্ছে রাজ্যের অধিকাংশ মানুষকে। টার্গেট করা হচ্ছে মহিলাদেরও। ইচ্ছাকৃতভাবে মহিলা ভোটব্যাঙ্কে কোপ ফেলতে চাইছে বিজেপি, দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহিলা ছাড়াও বয়স্ক, অসুস্থ রোগীদের শুনানিতে ডাকা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। এই ইস্যুগুলি তুলে ধরেই মঙ্গলবার বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jan 2026,
  • अपडेटेड 5:30 PM IST

SIR শুনানিতে হেনস্থা হতে হচ্ছে রাজ্যের অধিকাংশ মানুষকে। টার্গেট করা হচ্ছে মহিলাদেরও। ইচ্ছাকৃতভাবে মহিলা ভোটব্যাঙ্কে কোপ ফেলতে চাইছে বিজেপি, দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহিলা ছাড়াও বয়স্ক, অসুস্থ রোগীদের শুনানিতে ডাকা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। এই ইস্যুগুলি তুলে ধরেই মঙ্গলবার বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী।

নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা এদিন বলেন, "৫৪ লক্ষ নাম বিনা কারণে, অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে। এমনকি মহিলাদেরও টার্গেট করা হচ্ছে। যে মহিলাদের বিয়ের পর পদবি বদলেছে, তাঁদের নাম বাদ গেছে। অনেকে বাড়ি বদলেছেন বলে নাম বাদ গেছে।"

তাঁর আরও দাবি, "৫৪ লক্ষ মানুষ জানেনই না তাদের নাম বাদ গেছে। আমরা কেউ জানতে পারিনি। শুধু বিজেপি পার্টি অফিসে নামের লিস্ট। তাঁরা নিশ্চিন্তে আছে যে তাদের নামটা আছে। ড্রাফ্ট লিস্টে এত নাম থেকে নিজের নামটা কীকরে দেখা সম্ভব?" 

আরও পড়ুন

তাঁর আরও অভিযোগ, "ব্ল্যাক গেম আর ব্ল্যাক ম্যাজিক করে টোটাল ভোটারদের কেড়ে নেবেন ভাবছেন। যে লোকের নাম বাদ দেওয়া হচ্ছে, তাঁদের কোনও কারণ জানানো হচ্ছে না। মাইক্রো অবজার্ভাররা বিজেপির দলদাস, এর নিয়ম নেই। অন্য কোনও রাজ্যে মাইক্রো অবজার্ভার নেই। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায় বিজেপি। শুনানিতে BLA-2-দের ঢুকতে দেওয়া হচ্ছে না। বিজেপির BLA-2 না থাকার সিদ্ধান্ত।"

এদিন তিনি আরও বলেন, লজিকাল ডিস্ক্রেপেন্সির নামে ১ কোটি নাম বাদের পরিকল্পনা করা হচ্ছে। গণতন্ত্র চুরি করা হচ্ছে। তাঁর আরও হুঁশিয়ারি, প্রশাসনকে ভয় দেখিয়ে লাভ নেই।

Read more!
Advertisement
Advertisement