Advertisement

Mamata Banerjee : রান্নাঘরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে রাঁধলেন কালীপুজোর ভোগ; PHOTOS

প্রতিবারই কালীঘাটের বাসভবনে কালীপুজো করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এবারও বাড়িতে কালীপুজো করলেন মুখ্যমন্ত্রী। এই দিনটিতে কালীপুজোর ভোগ বিতরণ হয় মুখ্য়মন্ত্রীর বাড়ি থেকে। আর সেই ভোগ নিজে হাতে রান্না করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তাই করলেন।

মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Nov 2023,
  • अपडेटेड 7:29 PM IST
  • প্রতিবারই কালীঘাটের বাসভবনে কালীপুজো করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়
  • এবারও বাড়িতে কালীপুজো করলেন মুখ্যমন্ত্রী

প্রতিবারই কালীঘাটের বাসভবনে কালীপুজো করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এবারও বাড়িতে কালীপুজো করলেন মুখ্যমন্ত্রী। এই দিনটিতে কালীপুজোর ভোগ বিতরণ হয় মুখ্য়মন্ত্রীর বাড়ি থেকে। আর সেই ভোগ নিজে হাতে রান্না করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তাই করলেন। 

ভোগ রান্নার ছবি ফেসবুকে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, 'দীপাবলির পুণ্যলগ্নে মা দিগম্বরীর আরাধনায় শামিল আবালবৃদ্ধবনিতা। মা কালীর পুণ্যাশিসে সোনার আলোয় জেগেছে পৃথিবী। আজ আমাদের বাড়িতে মায়ের ভোগ রান্না করলাম। সেই ভোগ রান্নার কিছু উজ্জ্বল মুহূর্ত।' 

ছবিতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী রান্না করছেন। মোট চারটে ছবি পোস্ট করেছেন তিনি। কমেন্ট বক্সে নেটিজেনরা মুখ্যমন্ত্রীকে কালীপুজোর শুভেচ্ছা জানিয়েছেন। 

প্রতিবারই কার্যত নিজের হাতে কালীপুজোর আয়োজন করে থাকেন মুখ্যমন্ত্রী। পুজোর আয়োজন থেকে ভোগ রান্না, প্রায় সবই করে থাকেন। এবারও সেই একইভাবে পুজো সারলেন তিনি। পুরোহিতদের সাহায্যের সঙ্গে আরতির কাঁসর ঘণ্টা বাজাতেও দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপরই ভোগ রান্নার কাজে লেগে পড়েন।  আবার পুরোহিত হাতে পুজোর সরঞ্জাম এগিয়ে দিতে দেখা গেল অভিষেক কন্যা আজানিয়াকে। 

মুখ্যমন্ত্রীর বাড়িতে এবার পুজো দেখতে আসেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজীব কুমার, ডিজি। বেশ কিছুক্ষণ থেকে তাঁরা বেরিয়ে যান। এছাড়াও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, ডেরেক ও’ব্রায়েন, শান্তনু সেন, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায়, সস্ত্রীক অভিনেতা সোহম ছাড়াও একাধিক নেতা-মন্ত্রী ও তারকা আসেন। অরূপ বিশ্বাস, অরূপ রায়দের মতো নেতাদেরও দেখা যায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে। সূত্রের খবর, আরও বেশ কয়েকজন নেতা-মন্ত্রী-তারকা আসবেন কালীঘাটে।  

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement