Advertisement

Mamata Banerjee: শুধু মুখ্যমন্ত্রীর গানের কনসার্ট, কসবায় বড় চমক সুশান্ত ঘোষের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গান নিয়ে কনসার্ট। আগামী ১২ জানুয়ারি কসবায় মমতার লেখা-সুর দেওয়া বিভিন্ন গানে গলা মেলাবেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং মনোময় ভট্টাচার্য্যের মতো সংগীত শিল্পীরা। 'পিঠে পুলি উৎসব'-এর সূচনার দিন এই অনুষ্ঠান। আয়োজক তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। 

মুখ্যমন্ত্রীর লেখা ৩২টি গান গাওয়া হবে এই কনসার্টে।মুখ্যমন্ত্রীর লেখা ৩২টি গান গাওয়া হবে এই কনসার্টে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Dec 2024,
  • अपडेटेड 4:10 PM IST

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গান নিয়ে কনসার্ট। আগামী ১২ জানুয়ারি কসবায় মমতার লেখা-সুর দেওয়া বিভিন্ন গানে গলা মেলাবেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং মনোময় ভট্টাচার্য্যের মতো সংগীত শিল্পীরা। 'পিঠে পুলি উৎসব'-এর সূচনার দিন এই অনুষ্ঠান। আয়োজক তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। 

আয়োজকদের সূত্রে খবর, এই 'কনসার্টে' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ৩২টি গান থাকছে। উল্লেখ্য, যে রাজডাঙা এলাকায় অনুষ্ঠানটি হবে, ইন্দ্রনীল সেন কিন্তু সেখানেই থাকেন। 

কাউন্সিলর সুশান্ত ঘোষ বলেন, 'মুখ্যমন্ত্রীর গানগুলি বেশ জনপ্রিয়, অনেকেই ভালবাসেন। এই অনুষ্ঠানের মাধ্যমে একজন গীতিকার ও সুরকার হিসাবে তাঁর ট্যালেন্টকে আমরা তুলে ধরতে চাই।'

পাঁচ দিন ব্যাপী এই পিঠে-পুলি উৎসব কিন্তু নতুন নয়। গত কয়েক বছর ধরেই হচ্ছে। আর প্রতিবারই তার জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় প্রতি বছরই এই পিঠে-পুলি উৎসবের বিভিন্ন ভিডিও ভাইরাল হয়। 

এই বছর সেই উৎসবের সূচনাতেই থাকছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গান।  

বিভিন্ন উৎসব-অনুষ্ঠানের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের লেখা গান প্রকাশিত হয়। দুর্গাপুজোর সময় ফি-বছর তাঁর বিভিন্ন গান ভাইরাল হয়। সুরুচি সঙ্ঘের পুজোর থিম সং লিখেছিলেন তিনি। শ্রেয়া ঘোষাল গেয়েছিলেন। আবার একইভাবে বড়দিন উপলক্ষেও গান লেখেন। গত ১৯ ডিসেম্বর অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভালের উদ্বোধনে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে বড়দিন নিয়ে তাঁর একটি গান প্রকাশ হয়। তিনি বলেন, 'আমি যে কোনও উৎসবের জন্য গান লিখি। এবার ভাবলাম বড়দিনই বা বাদ যাবে কেন? কিছুদিন আগে হাঁটতে-হাঁটতে আমি এই গানটা লিখে ফেলি।'

Read more!
Advertisement
Advertisement