Advertisement

পরীক্ষা কমতেই বাংলায় অনেকটা কমে গেল Covid সংক্রমণ, মৃত ৩৬

West Bengal Covid Cases: গত ১০ দিন ধরে কলকাতায় দৈনিক আক্রান্ত ৫ হাজার থাকার পর শনিবার নীচে নেমেছিল। এ দিন তা আরও কমল। মহানগরে কোভিড আক্রান্ত ৩৮৯৩।

বাংলায় কমল কোভিড সংক্রমণ। বাংলায় কমল কোভিড সংক্রমণ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jan 2022,
  • अपडेटेड 10:07 PM IST
  • গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯৩৮ জন সংক্রামিত হয়েছেন।
  • নমুনা পরীক্ষা ৫৩,৮৭৬।
  • ৩৬ জনের মৃত্যু হয়েছে রাজ্যে।                  

রাজ্যে কমতে শুরু করল দৈনিক সংক্রমণ। আগের দিনের পর রবিবারও নীচে নামল আক্রান্তের সংখ্য়া। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯৩৮ জন সংক্রামিত হয়েছেন। যদিও পরীক্ষার সংখ্যাও কমল। তা অনেকটাই কমেছে। মৃতের সংখ্যা চল্লিশের কাছাকাছিই থাকল। ৩৬ জনের মৃত্যু হয়েছে রাজ্যে।                  

রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৯৩৮ জন। নমুনা পরীক্ষা ৫৩,৮৭৬। শনিবার আক্রান্ত ছিল ১৯,০৬৪। পরীক্ষা করা হয়েছিল ৬৪ হাজার ৫৭২ জনের। ফলে রবিবার অনেকটাই কমল পরীক্ষা। রাজ্যে সংক্রমণ হার কমে হয়েছে ২৭.৭৩ শতাংশ।
        
গত ১০ দিন ধরে কলকাতায় দৈনিক আক্রান্ত ৫ হাজার থাকার পর শনিবার নীচে নেমেছিল। এ দিন তা আরও কমল। মহানগরে কোভিড আক্রান্ত ৩৮৯৩। আশেপাশের জেলা উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ২৫৬৫ ও ১০২৯। হাওড়া ও হুগলিতে কমেছে সংক্রমণ। দুই জেলায় আক্রান্ত ৬৮৪ ও ৭৪৫। এছাড়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে অনেকখানি কমে গিয়েছে দৈনিক আক্রান্ত। সংক্রামিত হয়েছেন ৬৯৬ ও ৬৩৫ জন। বীরভূমে ৭৭৬ জন সংক্রামিত।      

আরও পড়ুন- মাস্কের কোম্পানিকে এবার বাংলায় আমন্ত্রণ, সিঙ্গুর তুলে পাল্টা কটাক্ষ BJP-র 
    
দক্ষিণবঙ্গে কমলেও উত্তরবঙ্গের দার্জিলিঙে বেড়েছে সংক্রমণ। ৫৯৭ জন সংক্রামিত হয়েছেন। জলপাইগুড়ি ও মালদায় আক্রান্ত যথাক্রমে ৩০৭ ও ৫৮৬। 

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৩৬ জনের। আগের দিনের চেয়ে ৩ জন কমেছে। ১২ জন মারা গিয়েছেন কলকাতায়। ৫ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। ৪ জন মারা গিয়েছে হাওড়ায়। দক্ষিণ ২৪ পরগনায় ৩ জনের মৃত্যু হয়েছে। 

শেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৭৩ জন। সুস্থতার হার ৯০.৪৯ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা রোগী ১ লক্ষ ৬০ হাডার ৩০৫ জন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement