Advertisement

লঞ্চ থেকে মাঝগঙ্গায় ঝাঁপ দম্পতির, তারপর যা হল...

লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দম্পতির। হাওড়ার বাঁধাঘাটের ঘটনা। হাওড়া বাঁধাঘাট থেকে আহিরিটোলা যাওয়ার সময় মাঝ গঙ্গায় ঝাঁপ দেন ওই দম্পতির। শেষ পর্যন্ত লঞ্চ কর্মীদের তৎপরতায় উদ্ধার করা হয় ওই দম্পতিকে।

লঞ্চ থেকে  মাঝগঙ্গায় ঝাঁপ দম্পতির, তারপর যা হল...লঞ্চ থেকে মাঝগঙ্গায় ঝাঁপ দম্পতির, তারপর যা হল...
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 May 2025,
  • अपडेटेड 3:24 PM IST
  • পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার লিলুয়ার ভট্টনগরের বাসিন্দা দম্পতি
  • একমাত্র কন্যার মৃত্যুর পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তাঁরা

লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দম্পতির। হাওড়ার বাঁধাঘাটের ঘটনা। হাওড়া বাঁধাঘাট থেকে আহিরিটোলা যাওয়ার সময় মাঝ গঙ্গায় ঝাঁপ দেন ওই দম্পতির। শেষ পর্যন্ত লঞ্চ কর্মীদের তৎপরতায় উদ্ধার করা হয় ওই দম্পতিকে। জানা গিয়েছে, একমাত্র কন্যার মৃত্যুর পর থেকে অবসাদে ভুগছিলেন স্বামী-স্ত্রী। তার জেরেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার লিলুয়ার ভট্টনগরের বাসিন্দা দম্পতি। একমাত্র কন্যার মৃত্যুর পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তাঁরা। শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ সালকিয়ার বাধাঘাট থেকে ভূতল পরিবহণ বিভাগের লঞ্চে ওঠেন ওই দম্পতি। কলকাতার আহিরিটোলায় যাবেন বলে জানিয়েছিলেন। লঞ্চ মাঝগঙ্গায় পৌঁছলেই আচমকা দু’জনে একসঙ্গে গঙ্গায় ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে লঞ্চের কর্মীরাও তাঁদের উদ্ধারে গঙ্গায় ঝাঁপ দেন। তাঁরা সেফটি টায়ারের সাহায্যে ওই দম্পতিকে উদ্ধার করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালিপাঁচঘরা থানার পুলিশ। ওই দম্পতির প্রাথমিক চিকিৎসা করানো হয়। তারপর খবর দেওয়া হয় দম্পতির পরিবারকে। দু’‌জনেই আপাতত সুস্থ আছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের কাউন্সিলিং করা হচ্ছে। 

আরও পড়ুন

TAGS:
Read more!
Advertisement
Advertisement