Advertisement

Mohammed Salim SIR Draft List: খসড়া ভোটার লিস্টে মহম্মদ সেলিমের 'ব্রাহ্মণ' পদবী, CPIM নেতার ছেলের পোস্ট VIRAL

SIR প্রক্রিয়ার ফলে পশ্চিমবঙ্গের নাম বাদের তালিকা প্রকাশিত হয়েছে চলতি সপ্তাহেই। SIR প্রক্রিয়ায় বাদ পড়ছে প্রায় ৫৮ লাখ ভোটারের নাম। এদিকে খসড়া ভোটার তালিকায় নাম বিভ্রাটে পড়লেন খোদ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। SIR পর্বে মঙ্গলবার যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে, সিপিএমের রাজ্য সম্পাদকের ছেলের নামে নতুন পদবি সংযোজন হয়েছে। যা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মহম্মদ সেলিমের পুত্র অতীশ আজীজ।

মহম্মদ সেলিম হলেন অবস্থি!মহম্মদ সেলিম হলেন অবস্থি!
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Dec 2025,
  • अपडेटेड 2:03 PM IST

SIR  প্রক্রিয়ার ফলে পশ্চিমবঙ্গের নাম বাদের তালিকা প্রকাশিত হয়েছে চলতি সপ্তাহেই। SIR  প্রক্রিয়ায় বাদ পড়ছে প্রায় ৫৮ লাখ ভোটারের নাম। এদিকে  খসড়া ভোটার তালিকায় নাম বিভ্রাটে পড়লেন খোদ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। SIR পর্বে মঙ্গলবার যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে, সিপিএমের রাজ্য সম্পাদকের ছেলের নামে নতুন পদবি সংযোজন হয়েছে। যা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মহম্মদ সেলিমের পুত্র অতীশ আজীজ। তাঁর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, ভোটার তালিকায় প্রথম নামে অতীশ আজীজ থাকলেও শেষের নামে লেখা হয়েছে ‘অবস্থি’।

এমনকি অতীশের পিতার নামের ক্ষেত্রেও রয়েছে ‘গলদ’। মহম্মদ সেলিমের নামের সঙ্গেও জুড়েছে ওই একই পদবি। যা নিয়ে কৌতুক করে অতীশ লিখেছেন, ‘মিডিয়া, বিজেপি সবাই মিলে কী সব গল্প দিল যে এসআইআরের মাধ্যমে মোল্লাদের টাইট দেওয়া হবে। এদিকে দেখছি আমাকে ইসিআই(নির্বাচন কমিশন) ব্রাহ্মণ বানিয়ে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে মহম্মদ সেলিমকেও।’

 

খোদ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের পরিবারের নাম ও পদবি বিভ্রাট নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। খসড়া তালিকায় মহম্মদ সেলিম ও তাঁর পুত্র অতীশ আজীজের নামের পাশে জুড়ে গিয়েছে ‘অবস্থি’ পদবি! অভিযোগ, সঠিক তথ্যের ভিত্তিতে এনুমারেশন ফর্ম  জমা দেওয়া সত্ত্বেও কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের ভোটার তথা মহম্মদ সেলিমের পুত্র অতীশ আজীজের নাম খসড়া তালিকায় ভুল এসেছে। সেখানে তাঁর নাম দেখাচ্ছে ‘অতীশ আজীজ অবস্থি’। শুধু তাই নয়, পিতার নামের কলামে মহম্মদ সেলিমের নামের পাশেও জ্বলজ্বল করছে ওই একই ‘ব্রাহ্মণ’ পদবি। রাজ্য রাজনীতির অন্যতম পরিচিত মুখ মহম্মদ সেলিমের ক্ষেত্রেই যদি কমিশনের এমন ‘ভুল’ হয়, তবে সাধারণ মানুষের অবস্থা কী হতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ অতীশ আজীজ।

Advertisement

অতীশ আজীজ জানিয়েছেন  যে তিনি কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের ভোটার। খসড়া তালিকায় নাম খুঁজতে গিয়ে দেখেন তাঁর এবং তাঁর বাবার নামের সঙ্গে ‘অবস্থি’ পদবি জুড়ে দেওয়া হয়েছে। তাঁর বাবা বহু দশকের রাজনীতিক, তাঁর ক্ষেত্রেও যদি এমন হয়, তবে কোটি কোটি টাকা খরচ করে এসআইআর (SIR) করার মানে নেই বলে তিনি মন্তব্য করেন। সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনা নিয়ে সরব হয়েছেন সেলিম-পুত্র। যদিও এই অভিযোগ প্রকাশ্যে আসার পরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত,  এর আগে হুগলির ডানকুনি পৌরসভার সূর্য দে নামে এক তৃণমূল কাউন্সিলরকে খসড়া ভোটার তালিকায় মৃত দেখানো নিয়ে শোরগোল পড়ে। তা নিয়ে কমিশনকে কটাক্ষ করে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেছিলেন, 'এটা SIR না ফাজলামি হচ্ছে?' প্রসঙ্গত, রাজ্যে এসআইআরের পর খসড়া তালিকায় নাম বাদ গিয়েছে ৫৮ লক্ষের বেশির। মৃত, নিখোঁজ, স্থানান্তরিত; বিবিধ কারণে এই নাম বাদ বলে জানিয়েছে কমিশন। দক্ষিণ ২৪ পরগনাতেই শুধু নাম বাদ হয়েছে ৮ লক্ষের বেশি। যদিও এই তালিকা চূড়ান্ত নয়, এরপর নাম তোলার একাধিক পদ্ধতি রয়েছে। নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা আগামী ফেব্রুয়ারিতে প্রকাশ পাওয়ার কথা।

Read more!
Advertisement
Advertisement