Advertisement

DA Agitation- Mamata Banerjee : 'আপনার কথা অযৌক্তিক, সরকারি কর্মীদের বঞ্চনা কেন?', মুখ্যমন্ত্রীকে চিঠি ডিএ আন্দোলনকারীদের

DA Protest : ডিএ পাওয়ার দাবিতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি ডিএ আন্দোলনকারীদের। ইতিমধ্যেই সেই চিঠি মেইল মারফত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে। আন্দোলনকারীদের দাবি, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও AICPI অনুযায়ী ডিএ দেওয়া হচ্ছে না। এতে সরকারি কর্মীরা ক্ষুব্ধ।

ফাইল ছবি ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Mar 2023,
  • अपडेटेड 1:16 PM IST
  • ডিএ কেন দেওয়া হচ্ছে না সরকারি কর্মীদের ?
  • কেন বঞ্চিত করা হচ্ছে?
  • মুখ্যমন্ত্রীতে চিঠি আন্দোলনকারীদের

ডিএ পাওয়ার দাবিতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি ডিএ আন্দোলনকারীদের। ইতিমধ্যেই সেই চিঠি মেইল মারফত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে। আন্দোলনকারীদের দাবি, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও AICPI অনুযায়ী ডিএ দেওয়া হচ্ছে না। এতে সরকারি কর্মীরা ক্ষুব্ধ। এতদিন আন্দোলন-অনশনের পরও আন্দোলনকারীদের সঙ্গে সরকারের তরফে আলোচনায় বসা হয়নি। কেন সমস্যা সমাধানে রাজ্য সরকার এগিয়ে আসছে না, সেই প্রশ্নও তোলেন আন্দোলনকারীরা। 

চিঠিতে কী লিখেছেন আন্দোলনকারীরা ? 

এক পাতার চিঠির ছত্রে ছত্রে রাজ্যের সরকারি কর্মীদের অবস্থা, কেন তাঁদের ডিএ থেকে বঞ্চিত করা হচ্ছে, কেন সরকার অমননীয় মনোভাব দেখাচ্ছে, AICPI মেনে কেন বকেয়া ডিএ মেটানো হচ্ছে না, বিশেষ শ্রেণির আমলাদের কেন বেশি বেতন-বকেয়া দেওয়া হচ্ছে, কেন শিক্ষক-অশিক্ষক কর্মীদের বঞ্চিত করা হচ্ছে- এই সব প্রশ্ন তোলেন সরকারি কর্মীরা। 

আরও পড়ুন

ডিএ-সহ রাজ্য়ের শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি কর্মক্ষেত্রেগুলিতে নিয়োগের দাবিও জানিয়েছেন আন্দোলনকারীকরা। একই সঙ্গে অস্থায়ী কর্মীদের চাকরি যাতে নিয়মিত করা হয় এবং নার্স- ডাক্তাররাও পর্যপ্ত সুবিধে পান, সেই মর্মেও আবেদন জানানো হয়েছে। 

ডিএ এবং শিক্ষক নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী যে সব যুক্তি ও মন্তব্য করেছেন, তা আসলে মুখ্যমন্ত্রীর অযৌক্তিক কথা ও অনমনীয় মনোভাবের পরিচায়ক বলেও আক্রমণ করেছেন আন্দোলনকারীরা। চিঠিতে উল্লেখ, 'আপনার অকারণ অনমনীয় ও অযুক্তিক অবিরাম অবতারণা আমাকের মনকে যেমন কষ্ট দিচ্ছে, আমরা নিশ্চিত, আপনার সমর্থক  এবং ভোটাররাও এতে প্রতিদিন ক্ষুন্ন হচ্ছেন।' 

এই সেই চিঠি

এমন একাধিক অভিযোগ করলেও এই চিঠিতেই রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। 

প্রসঙ্গত, মহার্ঘ ভাতার দাবিতে বিগত ৬০ দিন ধরেও শহিদ মিনার চত্বরে অবস্থানে বসেছেন রাজ্যের সরকারি কর্মীরা। ৪৪ দিন ধরে অনশনও করেছেন তাঁরা। এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন সরকারি কর্মীরা। যদিও এই চিঠি দেওয়ার অর্থই যে আন্দোলনের ঝাঁঝ কমে যাওয়া- তা কার্যত পরিষ্কার করে দিয়েছেন আন্দোলনকারীরা। এই চিঠি পাঠানো বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের নির্ঝর কুণ্ডু জানান, 'এই চিঠি আসলে সরকারকে বার্তা। সরকারি কর্মীরা যে বঞ্চিত হচ্ছেন, তা দিনের আলোর মতো পরিষ্কার। আলোচনায় বসতে বলেছি বলেই এমন নয় যে, সুর নরম করছি। তিনি প্রশাসনিক প্রধান। তাঁর সঙ্গে আলোচনায় বসার আবেদন করতেই পারি। এটা আমাদের অধিকার।'  

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement