Advertisement

DA News West Bengal Notification : ৩৮ শতাংশ হারেই মিলবে ডিএ, বিজ্ঞপ্তি জারি রাজ্যের; কারা পাবেন ?

Da Latest News Today : ডিএ (Dearness Allowance) বৃদ্ধি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার (West Bengal Da)। নবান্নের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে জানানো হয়েছে, কেন্দ্রীয় হারে অর্থাৎ ৩৮ শতাংশ হারে DA মিলবে কর্মীদের।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Oct 2022,
  • अपडेटेड 6:09 PM IST
  • ডিএ (Dearness Allowance) বৃদ্ধি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার
  • নবান্নের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়


ডিএ (Dearness Allowance) বৃদ্ধি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার (West Bengal Da)। নবান্নের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে জানানো হয়েছে, কেন্দ্রীয় হারে অর্থাৎ ৩৮ শতাংশ হারে DA মিলবে কর্মীদের। আর এই বিজ্ঞপ্তি এখন সোশাল মিডিয়ায় ঘুরছে। যা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সরকারি কর্মচারিদের মনে প্রশ্ন, এই ডিএ কি রাজ্যের কর্মীদের মিলবে? 

যদিও বিজ্ঞপ্তির মধ্যেই উল্লেখ রয়েছে, কারা এই কেন্দ্রীয় হারে ডিএ পাবেন। অর্থাৎ এই বিজ্ঞপ্তি ভালোভাবে দেখলেই বিভ্রান্তি দূর হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ, ডিএ নিয়ে গত ৩ অক্টোবর কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে কেন্দ্রীয় সরকারের কর্মচারিদের ডিএ ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ করার ঘোষণা করেছে অর্থ মন্ত্রক। ১ জুলাই থেকে এই ডিএ কার্যকর হয়েছে।     

আরও পড়ুন : দীপাবলির মধ্যেই রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাবেন? সম্ভাবনা কিন্তু রয়েছে

এই ডিএ পাবেন কেন্দ্রীয় IAS-IPS রা। যাঁরা রাজ্যে কর্মরত। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের নির্দেশ অনুসারে এই মহার্ঘ ভাতা দেওয়া হবে। অর্থাৎ এই ডিএ রাজ্যের সরকারি কর্মীদের জন্য নয়। যাঁরা কেন্দ্রীয় সরকারের ক্যাডার ও রাজ্যে নিযুক্ত তাঁরাই কেন্দ্রীয় হারে ডিএ  পাবেন। 

এই সেই বিজ্ঞপ্তি

এই বিষয়ে সরকারি কর্মচারি পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, 'এই ডিএ বৃদ্ধি (Da Increase) নিয়ে রাজ্যের কর্মীদের কোনও উপকার হবে না। কারণ যাঁরা কেন্দ্রীয় সরকারি কর্মী ও রাজ্যে কর্মরত তাঁরাই পাবেন। আবার দিল্লির বঙ্গভবনে কর্মরত কর্মীদেরও ওই হারেই ডিএ দেওয়া হবে। এই ইস্যুতে এর আগে SAT-র প্রশ্নের মুখে পড়তে হয়েছিল  রাজ্য সরকারকে। মহামান্য আদালত প্রশ্ন তোলে বঙ্গভবনে কর্মরত থাকা সত্ত্বেও রাজ্যের কর্মদের দেওয়া হচ্ছে কেন্দ্রীয় হারে ডিএ তাহলে এই রাজ্যের কর্মীরা কেন পাবেন না?' 

Advertisement

আরও পড়ুন : DA-র পর এবার বোনাস ঘোষণা কেন্দ্রের, সরকারি কর্মীরা মালামাল

দেবাশিস শীলের আরও বক্তব্য, এইভাবে বঙ্গভবনে কর্মরত ও IAS IPS দের ডিএ বাড়িয়ে রাজ্য সরকার তাদের আসল চেহারা মানুষের সামনে তুলে ধরছে। তারা যে কেন্দ্রীয় হারে রাজ্যের কর্মীদের ডিএ থেকে বঞ্চিত করছেন, বঞ্চনা করছেন তা প্রমাণিত হয়েছে এর মাধ্যমেই। তবে এতে সরকারের ক্ষতিই হবে।    

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement