Advertisement

Jorabagan Body: জোড়াবাগানে রহস্যজনকভাবে খুন প্রৌঢ়, বাড়ি থেকেই উদ্ধার রক্তাক্ত দেহ

খাস কালীপুজোর সকালে কলকাতার জোড়াবাগানে এলাকায় ভয়ংকর কাণ্ড। ঘর থেকে উদ্ধার প্রৌঢ়ের রক্তাক্ত দেহ। মেঝেয় মিলেছে চাপ চাপ রক্ত। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অভিজিৎ বন্দ্যোপাধ্যায় । তিনি উত্তর কলকাতার জোরাবাগান থানা এলাকার সেন লেনের বাসিন্দা।

কালীপুজোর দিনে জোড়াবাগানে রহস্যজনক ভাবে খুন প্রৌঢ়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Oct 2024,
  • अपडेटेड 3:28 PM IST

খাস কালীপুজোর সকালে কলকাতার জোড়াবাগানে এলাকায় ভয়ংকর কাণ্ড। ঘর থেকে উদ্ধার প্রৌঢ়ের রক্তাক্ত দেহ। মেঝেয় মিলেছে চাপ চাপ রক্ত। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।  জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (৫৭)। তিনি উত্তর কলকাতার জোরাবাগান থানা এলাকার সেন লেনের বাসিন্দা।

ইতিমধ্যেই দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কেন এই খুন? নেপথ্যে কে বা কারা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিজিৎ বাড়ির পাঁচ তলার চিলে কোঠার ঘরে একাই থাকতেন। 

 জোড়াবাগানের সেন লেনের বাসিন্দা ছিলেন ওই ব্যক্তি । পেশায় এলআইসি এজেন্ট ছিলেন। পাঁচতলা বাড়ির একাংশে একাই থাকতেন তিনি। নিচে দিদি থাকতেন।  প্রতিদিন দিদির বাড়ি থেকে চা যেত অভিজিৎবাবুর কাছে। এদিনও তার অন্যথা হয়নি। বৃহস্পতিবার সকালে দিদির ঘর থেকে অভিজিৎবাবুর জন্য চা পাঠানো হয়। দরজা ধাক্কা দিলেও তাঁর কোনও সাড়া পাওয়া যায়নি। এর পর পিছনের দরজা দিয়ে ঢুকতেই দেখা যায়, মেঝেয় পড়ে রয়েছেন অভিজিৎবাবু। ঘরের মেঝেয় চাপ চাপ রক্ত। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিানো হয়েছে।

বাড়ির সামনের দরজা বন্ধ থাকলেও পিছনের দরজা খোলা ছিল। পরিবারের সন্দেহ, ওই রাস্তা দিয়েই কেউ ঘরে ঢুকে তাঁকে খুন করেছে! যেভাবে ঘরের দেওয়াল এবং মেঝেতে রক্তের দাগ মিলেছে তা স্বাভাবিক হতে পারে না বলেই দাবি পরিবারের। যদিও এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়। তবে অনুমান, মাথার ভারী কিছু বস্তুর আঘাতে ব্যক্তির মৃত্যু হয়েছে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement