Advertisement

Dilip Ghosh: 'দলের মিটিংয়ে চেয়ার দেওয়া হত না...,' গত ১ বছরে কী হয়েছিল তাঁর সঙ্গে? বোমা ফাটালেন দিলীপ

গত এক বছরে তাঁর সঙ্গে ঠিক কী কী হয়েছিল? দিল্লি থেকে ফিরে কার্যত বোমা ফাটালেন দিলীপ ঘোষ। দলেরই কেউ কেউ তাঁকে পার্টি থেকে বের করে দিতে চেয়েছিল বলেও দাবি করলেন দিলীপ ঘোষ। ফের তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে জলঘোলা।

দিলীপ ঘোষ দিলীপ ঘোষ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Jul 2025,
  • अपडेटेड 10:38 AM IST
  •  দিল্লি থেকে ফিরে বোমা ফাটালেন দিলীপ ঘোষ
  • কেউ কেউ তাঁকে পার্টি থেকে বের করে দিতে চেয়েছিল
  • কী কী বিস্ফোরক মন্তব্য করলেন BJP নেতা?

দলের সম্পর্কে জমে থাকা ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ। মঙ্গলবার দলের নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করার পর দলবদলের জল্পনায় জল ঢেলেছিলেন তিনি। আবার বুধবার দিল্লিতে শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ সেরে ফেরার পর তাঁর গলায় শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য। তাঁর দাবি, কিছু লোক তাঁকে দলছাড়া করতে চেয়েছিলেন, কিন্তু তিনি লড়ে গিয়েছেন। মমতা বন্দ্য়োপাধ্য়ায় তাঁকে দিঘায় আমন্ত্রণ জানানোয়, কিছু লোকের অস্বস্তি হচ্ছিল বলেও স্বীকার করে নিলেন দিলীপ।

বোমা ফাটালেন দিলীপ

দিল্লিতে বৈঠক সেরে স্ত্রী রিঙ্কু মজুমদারকে পাশে নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দিলীপ ঘোষ। আর সেখানেই একের পর এক বোমা ফাটান তিনি। BJP-র রাজ্য নেতৃত্বের সঙ্গে মান-অভিমান চলছে কিনা জানতে চাওয়া হলে দিলীপ বলেন, 'এক বছর হল দল কোনও দায়িত্ব দেয়নি। ২০২৪ পর্যন্ত তো আমি কেন্দ্রীয় সহ সভাপতি ছিলাম। তার পর নির্বাচন হল। আবার বাংলায় নির্বাচন আসছে। দল মনে করলে যা দায়িত্ব দেবে, করব।'

২১ জুলাই বিশেষ কিছু ঘটবে বলে এর আগে জল্পনা উস্কে দিয়েছিলেন দিলীপ। তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে তাঁকে দেখা যাবে কিনা, সেই নিয়ে বিস্তর চর্চা চলছিল। কিন্তু পরবর্তীতে শমীক জানিয়ে দেন, ক্ষণিকের ভুল বোঝাবুঝি হয়েছিল ঠিই তবে কেউ দল থেকে বেরিয়ে গিয়েছে এমনটা ভাবা ঠিক নয়। দিলীপও বলেন, 'উনি সবাইকে নিয়ে কাজ করতে বলেছেন। উনি রাজ্য সভাপতি। উনি যেটা ঠিক করবেন, সবাই মেনে নেবেন। ওঁর কথায় অনেকে উৎসাহিত। পুরনো কর্মীরা আবার মনে জোর পাচ্ছেন।'

দিলীপের ক্ষোভ

তবে এর মধ্যেও ঠারেঠোরে নিজের যন্ত্রণার কথা বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, 'আগের অনেক ঘটনা রয়েছে। দলের মিটিংয়ে আমাকে চেয়ারই দেওয়া হত না। আমি তো কাজ করে গিয়েছি। দল ছেড়ে চলে যাইনি তো। যারা আমাকে পার্টি ছাড়াতে চেয়েছিল, তারা খুব চেষ্টা করেছিল। দিলীপ ঘোষ কখনও দল ছাড়বে বলেনি। যে পার্টি দাঁড় করিয়েছে, সে দল ছাড়বে কেন? পার্টি ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে লড়ে যাবে।'

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement