"জেলে থাকলে ঠিক আছে, হাসপাতালে থাকলে বেঁচে থাকার সম্ভাবনা কম। আমার মনে হচ্ছে তথ্যপ্রমাণ লোপাটের জন্য এনি হাউ তাঁকে মেরে ফেলা হতে পারে।" সিবিআই দফতের বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হাজিরা এড়ানো প্রসঙ্গে সোমবার এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ।
গরুপাচার মামলায় বারংবার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) নোটিশ দিয়েছে সিবিআই। কিন্তু প্রতিবারই শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে সিবিআই-এর দফতরে গরহাজির থেকেছেন তিনি। এমনকি হাসপাতালে ভর্তিও হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। গত শনিবার ষষ্ঠবারের জন্য তলব করা হয় তাঁকে। কিন্তু সেদিনও তদন্তকারীদের সামনে উপস্থিত হননি অনুব্রত।
এরপর ভোট পরবর্তী হিংসা মামলায় রবিবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে তলব করে সিবিআই। কিন্তু সেদিনও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। অনুব্রতর আইনজীবী জানান বুকে ব্যথা থাকায় সিবিআই দফতের হাজিরা দিতে পারছেন না তিনি।
সোমবার সেই বিষয়েই প্রশ্ন করা হলে একথা বলেন দিলীপ ঘোষ। একইসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "এভাবে বেশিদিন বাঁচা যায় না।, আজ না হোক কাল, আসতেই হবে।" আর তারপরেই অনুব্রতকে কার্যত খুন করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন দিলীপবাবু।
আরও পড়ুন - 'বাদাম কাকু'র সঙ্গে গান হিরো আলমের, ভিউয়ার্স ছাড়াল কয়েকলাখ, দেখুন