Advertisement

Dilip Ghosh on Rinku Son Death: 'দুর্ভাগ্য আমার, পুত্র সুখ হয়নি, পুত্র শোক হল', রিঙ্কুর ছেলের মৃত্যুতে শোকাহত দিলীপ

স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র পুত্র সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের অকাল প্রয়াণে শোকাহত দিলীপ ঘোষ। মঙ্গলবার সন্ধ্যায় নিমতলা ঘাটে প্রীতমের শেষকৃত্যে যান দিলীপ। সেখানে বিজেপি নেতা বলেন, 'দুর্ভাগ্য আমার যে, পুত্র সুখ হয়নি, পুত্র শোক হল।কল্পনাও করতে পারছি না।'

প্রীতমের অকাল প্রয়াণে শোকাহত দিলীপ ঘোষ। প্রীতমের অকাল প্রয়াণে শোকাহত দিলীপ ঘোষ।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 May 2025,
  • अपडेटेड 6:53 PM IST
  • প্রীতমের অকাল প্রয়াণে শোকাহত দিলীপ ঘোষ।
  • মঙ্গলবার সন্ধ্যায় নিমতলা ঘাটে প্রীতমের শেষকৃত্যে যান দিলীপ।
  • বিজেপি নেতা বলেন, 'দুর্ভাগ্য আমার যে, পুত্র সুখ হয়নি, পুত্র শোক হল।কল্পনাও করতে পারছি না।'

স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র পুত্র সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের অকাল প্রয়াণে শোকাহত দিলীপ ঘোষ। মঙ্গলবার সন্ধ্যায় নিমতলা ঘাটে প্রীতমের শেষকৃত্যে যান দিলীপ। সেখানে বিজেপি নেতা বলেন, 'দুর্ভাগ্য আমার যে, পুত্র সুখ হয়নি, পুত্র শোক হল।কল্পনাও করতে পারছি না।'

ঠিক কী বলেছেন দিলীপ?

দিলীপ আরও বলেন, 'বুঝে উঠতে পারছি না, কী হয়েছে। ময়নাতদন্ত হবে, জলজ্যান্ত ছেলে কীভাবে চলে গেল! মায়ের সবকিছু ছিল ছেলে। ওঁর ছেলেকে সঙ্গে নিয়ে খেলা দেখাতে নিয়েছিলাম। ওঁর প্রতি মোহ হয়ে গিয়েছিল।'

দিলীপের সদ্য বিবাহিতা স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের পুত্র সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের মৃত্যু ঘিরে রহস্য ঘনিয়েছে। মঙ্গলবার নিউটাউনে শাপুরজি আবাসন থেকে অচৈতন্য অবস্থায় সৃঞ্জয়কে উদ্ধার করা হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। 


গত ১৮ এপ্রিল সকলকে চমকে দিয়ে রিঙ্কু মজুমদারকে বিয়ে করেন দিলীপ। যে বিয়ে ঘিরে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। বিয়ের দিন উপস্থিত ছিলেন না রিঙ্কুর ছেলে। তবে বিভিন্ন সংবাদমাধ্যমে স়ৃঞ্জয় জানিয়েছিলেন যে, তিনি খুশি। মায়ের নতুন জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছিলেন তিনি। 

সল্টলেকে একটি আইটি সংস্থায় কাজ করতেন সৃঞ্জয়। দিলীপ-রিঙ্কুর বিয়ের সময় সংবাদমাধ্যমে সৃঞ্জয় বলেছিলেন, 'মায়ের জন্য খুব খুশি। দু'জনকে অনেক শুভেচ্ছা।' দিলীপের সঙ্গে তাঁর বন্ডিং ভাল বলেও সেই সময় জানিয়েছিলেন সৃঞ্জয়। বলেছিলেন, 'খুব ভাল বন্ডিং আমাদের। মায়ের সঙ্গে বিয়ে হচ্ছে, বাবা বলেই ডাকব।'


 

Read more!
Advertisement
Advertisement