এবার পশ্চিমবঙ্গ পেল স্থায়ী রাজ্যপাল। নতুন রাজ্যপাল হচ্ছেন সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন থেকে এই ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি ভবনের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সিভি আনন্দ বোসকে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। যে দিন থেকে তিনি দায়িত্ব নেবেন সেই দিন থেকেই কার্যকর হবে এই নির্দেশ।
উপরাষ্ট্রপতি প্রার্থী ঘোষণার হওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধনখড়। তাঁর পর তিনি নির্বাচনে জিতে দেশের উপরাষ্ট্রপতিও হন। তার পর থেকে অস্থায়ী রাজ্যপাল হিসাবে এ রাজ্যের দায়িত্ব সামলাচ্ছিলেন লা গণেশন। নতুন রাজ্যপাল জানান,'বাংলার মতো রাজ্যের রাজ্যপাল হওয়া অত্যন্ত গর্বের। প্রধানমন্ত্রী ভরসা রাখায় তাঁকে ধন্যবাদ জানাই। সংবাদ মাধ্যমে বাংলার মানুষের হয়ে কাজ করার সুযোগ পাব। সংবিধানের মর্যাদা রক্ষার চেষ্টাও করব।'
কলকাতার সঙ্গেও যোগ রয়েছে আনন্দ বোসের। কর্মজীবনের শুরুতে এসবিআইয়ের অফিসার হিসেবে কাজ করেছেন। তাঁর কথায়,'বাংলা বিশেষ করে কলকাতার সঙ্গে আমার আবেগ জড়িয়ে। কলকাতায় এসবিআই-র প্রবেশনারি অফিসার হিসেবে কাজ করেছি। সামান্য বাংলাও জানি। প্রতিদিন একটি করে বাংলা শব্দ শেখার চেষ্টা করব।'
'বোস' শুনেই অনেকেই ভেবে থাকতে পারেন নতুন রাজ্যপাল বাঙালি। তবে তা নয়। তিনি বাংলার বাসিন্দা নন। দক্ষিণ ভারতে নেতাজি সুভাষচন্দ্র বোস অত্যন্ত জনপ্রিয়। তাঁর নামের সঙ্গে নাম রাখেন অভিভাবকরা। আনন্দ বোসের নামও সেভাবেই রাখা হয়ে থাকতে পারে। ১৯৫১ সালে ২ জানুয়ারি কেরলের কোট্টায়ামে তাঁর জন্ম। তিনি প্রাক্তন আইএএস আধিকারিক। কেরল সরকারের বিভিন্ন দফতরের দায়িত্ব সামলেছেন। সম্প্রতি মেঘালয় সরকারের উপদেষ্টার দায়িত্ব সামলেছেন। দীর্ঘদিন ধরে তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা। কেন্দ্রীয় সরকারের কাছের লোক তিনি। আরও স্পষ্ট করে বললে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ। তাঁর নানা প্রকল্পে সাহায্য করেছেন সিভি আনন্দ বোস। প্রধানমন্ত্রীর 'ম্যান অফ আইডিয়া' হিসাবেও খ্যাত তিনি। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর 'আইডিয়া'। সবার জন্য পাকা বাড়ির প্রকল্পও তাঁর মস্তিষ্কপ্রসূত।