Advertisement

কলকাতার ১০ বিগ বাজেটের পুজোয় থাকছে NRC-সহ একাধিক থিম, দেখুন

ঢাকে কাঠি পড়ে গেছে। একাধিক পুজো মণ্ডপে ইতিমধ্যে শুরু হয়ে গেছে পুজোর উদ্বোধন। গত বছরের দেড় বছরের কার্যত গৃহবন্দি জীবন যাপনের পর এবার খানিকটা স্বস্তি। কলকাতার বড় পুজোগুলি উদ্বোধন করছেন মমতা বন্দোপাধ্যায় নিজেই। পুজোয় চারটে দিন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম মিলিয়ে কবে, কোথায়, কোন ঠাকুর দেখবেন সেগুলো ঠিক করে ফেলেছেন তো? কোন পুজো প্যান্ডেলগুলি এবছর সবথেকে নজর কাড়বে? কোন প্যান্ডেল রয়েছে আকর্ষণের শীর্ষে। রইল তার তালিকা।

কলকাতার পুজোর থিম কলকাতার পুজোর থিম
মধুরিমা দেব
  • কলকাতা,
  • 08 Oct 2021,
  • अपडेटेड 8:07 PM IST
  • কলকাতার বড় পুজোগুলি উদ্বোধন করছেন মমতা বন্দোপাধ্যায় নিজেই
  • এবছর সবথেকে বেশি নজর কাড়তে চলেছে লেকটাউন শ্রীভূমির পুজো
  • দক্ষিণ কলকাতার আরেক বিগ বাজেট পুজো একডালিয়া এভারগ্রিন

ঢাকে কাঠি পড়ে গেছে। একাধিক পুজো মণ্ডপে ইতিমধ্যে শুরু হয়ে গেছে পুজোর উদ্বোধন। গত বছরের দেড় বছরের কার্যত গৃহবন্দি জীবন যাপনের পর এবার খানিকটা স্বস্তি। কলকাতার বড় পুজোগুলি উদ্বোধন করছেন মমতা বন্দোপাধ্যায় নিজেই। পুজোয় চারটে দিন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম মিলিয়ে কবে, কোথায়, কোন ঠাকুর দেখবেন সেগুলো ঠিক করে ফেলেছেন তো? কোন পুজো প্যান্ডেলগুলি এবছর সবথেকে নজর কাড়বে? কোন প্যান্ডেল রয়েছে আকর্ষণের শীর্ষে। রইল তার তালিকা-

বেহালা বড়িশা ক্লাব (Behala Barisha Club)

বেহালা বড়িশা ক্লাবের পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়িশা ক্লাবের এবারের থিম 'ভাগের মা গলিতে'। এবারের থিম, ভাগের মা। এবার বড়িশার প্যান্ডেল ভারত ও বাংলাদেশের সীমান্ত। আর সেই সীমান্তের পাশে একটা বিরাট কারাগার। শিল্পীর ভাবনায় সেটাই ডিটেনশন ক্যাম্প। আর সেখানে দুর্গা প্রতিমা কোলে নিয়ে চার ছেলেমেয়ের সঙ্গে বসে আছেন অসহায় এক মা। আসলে NRC-কে ফুটিয়ে তুলতে চেয়েছেন শিল্পী। গতবছরও বড়িশা থিমে চমক দিয়েছিল। সেবার তাদের থিম ছিল পরিযায়ী শ্রমিক। আর এবার তাঁদের পুজোর থিমে দেখানো হল এনআরসি।

আরও পড়ুন

বড়িশার থিম এনআরসি

লেকটাউন শ্রীভূমি (Shreebhumi)

এবছর সবথেকে বেশি নজর কাড়তে চলেছে লেকটাউন শ্রীভূমির পুজো। প্রত্যেকবারই মায়ের সাজ, পোশাক, সোনার গয়নার জন্য নজর কাড়ে শ্রীভূমির পুজো। তবে এবার হাইপ খানিকটা বেশি। এর কারণ, কলকাতাতেই হাজির একটুকরো দুবাই। এবার শ্রীভূমির থিম বুর্জ খলিফা। উদ্বোধনের পর থেকেই ভিড় চোখে পড়ছে এই প্যান্ডেলে। সল্টলেকের এই বহুল প্রচারিত পুজো মূল উদ্যোক্তা ক্লাব কর্তা তথা দমকল মন্ত্রী সুজিত বসু। 

একডালিয়া এভারগ্রিন (Ekdalia Evergreen)

দক্ষিণ কলকাতার আরেক বিগ বাজেট পুজো একডালিয়া এভারগ্রিন। এখানে এবারও পুজোর আকর্ষণ মায়ের সাবেকি রূপ। বেনারস থেকে মায়ের জন্য আনা হয়েছে বেনারসি শাড়ি।

মুদিয়ালি ক্লাব (Mudiali Club)

 আজই উদ্বোধন হল মুদিয়ালি ক্লাবের। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাতে হল উদ্বোধন। এবারে প্যান্ডেল জুড়ে আলপনা মন টানবে সকলের। শিল্পী ভাবনায় দর্শক টানবে মুদিয়ালী ক্লাব।

Advertisement

সুরুচি সংঘ (Suruchi Sangha)

ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সুরুচি সঙ্ঘে পুজোর থিম সং। এবার তাঁদের থিম 'আবদার'। শিশুরা কবে করোনার ভয় ঠেলে বাড়ির বাইরে বেরোতে পারবে? মা দুর্গার কাছে এই আবদার। টালিগঞ্জের তৃণমূল বিধায়ক ও মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো। তাঁর উপস্থিতিতেই মহালয়ায় ১০ হাজারের বেশি শিশুর মধ্যে পোশাক বিতরণ কর্মসূচি হয়। 

ত্রিধারা সম্মিলনী (Tridhara Sammilani)

দক্ষিণ কলকাতার পুজো প্রত্যেকবারই আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রতিবারের মতো এবারও বর্তমান সামাজিক প্রেক্ষাপটকে গুরুত্ব দেওয়া হবে। গতবছরের থিম ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির উপস্থাপনা করেছিল। এবছর ঠকাচ্ছে চমক।

চেতলা অগ্রণী (Chetla Agrani)

করোনা-আবহে চেতলা এবার খোলামেলা মণ্ডপে পুজোর থিম গড়ে তুলেছে। খোলামেলা পরিবেশে ভাসিয়ে দেওয়াই এবারের আকর্ষণের কেন্দ্র বিন্দু। চেতলা অগ্রণী ক্লাব এ বিশ্বজননীর  চক্ষুদানও করেন মুখ্যমন্ত্রী।

খিদিরপুর ২৫ পল্লীর পুজো (Kidderpore 25 Pally)

খিদিরপুর ২৫ পল্লির পুজোর থিম 'দহন', শিল্পী সনাতন দিন্দা। বিশ্ব উষ্ণায়না নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। এবার ৭৫ বছরে পদার্পন করল খিদিরপুর ২৫ পল্লীর পুজো। 

বালিগঞ্জ ২১ পল্লী (Ballygunj 21 Pally)

বালিগঞ্জ ২১ পল্লীতে এবার পুজোর থিম টেপা পুতুল। প্রায় কয়েক হাজার টেপা পুতুল দিয়ে সাজানো হয়েছে। লাইভ টেপা পুতুল বানানোর আয়োজনও করা হয়েছে। তাঁরা পুতুল তৈরি ও বিক্রি করবেন।

দমদম পার্ক (Dum Dum Park)
দমদম পার্ক-এ এবারের পুজোর থিমে উঠে এসেছে লখিমপুর খেরির কৃষক হত্যা। কৃষকদের পিষে হত্যার এই ঘটনাই তুলে ধরা হয়েছে দমদম পার্ক ভারত চক্রের পুজোয়।

এবছরও, করোনার কথা মাথায় রেখে দুর্গাপুজোর বিধি জারি রয়েছে। দুর্গাপুজোর নতুন করে নির্দেশিকা জারি করেছে কলকাতা হাইকোর্ট। বলা যায় যে, আগের নির্দেশিকার নিয়ম কিছুটা শিথিল করা হল। সিঁদুর খেলা থেকে অঞ্জলি বেশ কিছুতে মিলল ছাড়। করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকলেই সিঁদুর খেলা, অঞ্জলির মতো আচারে যোগ দেওয়া যাবে। দুটি ডোজ নিলেই সেই সঙ্গে মাস্ক পরে থাকতে হবে। হাইকোর্ট স্পষ্ট করে জানিয়েছে, বড় মণ্ডপগুলির ক্ষেত্রে সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ জন এবং ছোট মণ্ডপ গুলির ক্ষেত্রে ১০-১৫ একসঙ্গে প্রবেশের অনুমতি পাবে। নিয়ম না মানলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
 

Read more!
Advertisement
Advertisement