Advertisement

ED-9 KG Gold: কলকাতায় ব্যবসায়ীর বাড়িতে ৯ কেজি সোনা! তাজ্জব ED অফিসাররাও

সল্টলেকে স্বপন সাহা নামের এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযানে ৯ কেজিরও বেশি সোনা উদ্ধার করেছে ইডি। বিই ব্লকের এই বাড়িতে হঠাৎ অভিযান চালানো হয়। সোনার পাশাপাশি নগদ টাকা ও অনেক নথিও উদ্ধার করেছে ইডি টিম।

কলকাতার ব্যবসায়ীর বাড়িতে মিলল ৯ কেজি সোনা! তাজ্জব ED অফিসাররাওকলকাতার ব্যবসায়ীর বাড়িতে মিলল ৯ কেজি সোনা! তাজ্জব ED অফিসাররাও
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Sep 2024,
  • अपडेटेड 2:39 PM IST
  • সল্টলেকে স্বপন সাহা নামের এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
  • অভিযানে ৯ কেজিরও বেশি সোনা উদ্ধার করেছে ইডি।
  • সোনার পাশাপাশি নগদ টাকা ও অনেক নথিও উদ্ধার করেছে ইডি টিম।

সল্টলেকে স্বপন সাহা নামের এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযানে ৯ কেজিরও বেশি সোনা উদ্ধার করেছে ইডি। বিই ব্লকের এই বাড়িতে হঠাৎ অভিযান চালানো হয়। সোনার পাশাপাশি নগদ টাকা ও অনেক নথিও উদ্ধার করেছে ইডি টিম। বাজেয়াপ্ত করা সোনার মোট মূল্য আনুমানিক ৬.৫৩ কোটি টাকা। একটি ব্যাঙ্ক জালিয়াতির ঘটনার তদন্তের প্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, এদিন স্বপন সাহার বাড়ি থেকে ৯ কেজিরও বেশি সোনা বাজেয়াপ্ত করেছে ইডি। এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করা হয়েছে। এগুলি ব্যাঙ্ক জালিয়াতির সঙ্গে জড়িত হতে পারে বলে প্রাথমিক অনুমান।

ইডি আধিকারিকরা বলছেন, স্বপন সাহা নথি এবং সোনার উৎসের বিষয়ে সন্তোষজনক উত্তর দিতে পারেননি। সেই কারণেই এটি বাজেয়াপ্ত করা হয়েছে। ব্যাঙ্ক জালিয়াতির একটি মামলার তদন্তে এই অভিযান চালানো হয়েছে। ইডি স্বপন সাহা এবং অন্যান্য সন্দেহভাজনদের বিরুদ্ধে তদন্তে নিয়োজিত। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যাঙ্ক সংক্রান্ত বড় অঙ্কের আর্থিক অনিয়ম ও ঋণের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

সূত্রের খবর, শীঘ্রই ব্যবসায়ী স্বপন সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাতে চলেছে ইডি। সোনা ও ব্যাঙ্ক জালিয়াতির বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। কোথা থেকে এবং কী উদ্দেশ্যে এত পরিমাণে সোনা বাড়িতে রাখা ছিল তা জানার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা। এর সঙ্গে ব্যাঙ্ক জালিয়াতির কোনও সম্পর্ক আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Read more!
Advertisement
Advertisement