Advertisement

অধীর জমানার ইতি, প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি নিযুক্ত হলেন শুভঙ্কর সরকার

এছাড়াও মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি  ও মিজোরাম প্রদেশ কংগ্রেস কমিটির স্টেট ইন চার্জের দায়িত্বেও ছিলেন তিনি। এবার সেই শুভঙ্কর সরকারকেই বাংলায় প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি নিযুক্ত করা হল। তবে শনিবার কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতির পদে শুভঙ্কর নিযুক্ত করেছেন। বলা হয়েছে এখন থেকেই তিনি এই দায়িত্বে নিযুক্ত হলেন। 

অধীর জমানার ইতি, প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি নিযুক্ত হলেন শুভঙ্কর সরকারঅধীর জমানার ইতি, প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি নিযুক্ত হলেন শুভঙ্কর সরকার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Sep 2024,
  • अपडेटेड 12:01 AM IST

প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি হলেন শুভঙ্কর সরকার। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁকে সভাপতি পদে বেছে নিয়েছেন। ২০২৪ সাল থেকে ৩০ অগাস্ট থেকে তিনি সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক হিসাবে কাজ করছেন। তাঁকে অধীররঞ্জন চৌধুরীর স্থলাভিষিক্ত করা হল।

এছাড়াও মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি  ও মিজোরাম প্রদেশ কংগ্রেস কমিটির স্টেট ইন চার্জের দায়িত্বেও ছিলেন তিনি। এবার সেই শুভঙ্কর সরকারকেই বাংলায় প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি নিযুক্ত করা হল। তবে শনিবার কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতির পদে শুভঙ্কর নিযুক্ত করেছেন। বলা হয়েছে এখন থেকেই তিনি এই দায়িত্বে নিযুক্ত হলেন। 

কংগ্রেসের পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতি খুব একটা ভাল নয়। নেতারা সব দল ছেড়ে গিয়েছেন। এই পরিস্থিতিতে তিনি কতটা এই পদের দায়িত্ব পালন করতে পারবেন, কতটা সংগঠনকে মজবুত করতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞমহলে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শুভঙ্কর দীর্ঘদিন ধরে কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্র অবস্থা থেকে তিনি রাজনীতি করছেন। এবার তিনিই প্রদেশ কংগ্রেস সভাপতির পদ পেলেন।

আরও পড়ুন

কংগ্রেসের দলীয় সংবিধান অনুযায়ী, নতুন সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হওয়ার পরেই প্রদেশ কংগ্রেসগুলিতে সভাপতি পদে রদবদল অনিবার্য হয়ে পড়ে। মল্লিকার্জুন খড়্গে সভাপতি হওয়ার পরে কংগ্রেসের প্রদেশ কমিটিগুলিতে সভাপতি পদে যে বদল হবে তা রাজনৈতিক মহলের অজানা ছিল না। বাংলার শেষ প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ছিলেন অধীর চৌধুরী। লোকসভা ভোটের ফল ঘোষণার অব্যবহিত পরেই জানিয়ে দিয়েছিলেন, তিনি ‘অস্থায়ী সভাপতি’র দায়িত্ব পালন করছেন। অধীর বহরমপুর লোকসভায় পরাস্ত হয়েছেন। তিনি ছিলেন গত মেয়াদে লোকসভায় কংগ্রেস দলনেতা। এর মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে অধীরকেই পুনর্বহাল করা হবে, নাকি অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে, সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের। দেখা গেল, অধীরকে সরিয়েই দিল দিল্লি। বদলে দায়িত্ব দিল শুভঙ্করকে।

 

Read more!
Advertisement
Advertisement