কলকাতা কর্পোরেশন ছাড়া অন্য কোনও বিষয়ে মন্তব্য করবেন না রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। সাফ জানালেন, কলকাতা কর্পোরেশন ছাড়া অন্য কোনও বিষয়ে তিনি মন্তব্য করবেন না। সম্প্রতি ডিএ আন্দোলনকারীদের উদ্দেশে একাধিকবার 'বিতর্কিত' মন্তব্য করেন ফিরহাদ। তা নিয়ে আন্দোলনকারীরা ক্ষুব্ধ হন। তার আঁচ পায় তৃণমূল কংগ্রেসও। সূত্রের খবর, শুক্রবার কালীঘাটের বৈঠকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমকে বলেন, 'কর্পোরেশনের বাইরে কোনও কথা বলতে হবে না।'
শনিবার ফিরহাদ হাকিম বলেন, 'কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সংগীতহারা...'। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ফিরহাদের উত্তর,'এটা আমি বলতে পারব না। কর্পোরেশনের ব্যাপার থাকলে বলব। না হলে জিজ্ঞেস করবেন না। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সংগীতহারা...।'
কেন চুপ ফিরহাদ ?
রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, ফিরহাদকে 'চুপ' করানো হয়েছে তার কারণ তাঁর সাম্প্রতিককালের নানা মন্তব্য। তিনি সবথেকে বেশি সমালোচিত হন ডিএ-আন্দোলন নিয়ে একাধিক মন্তব্য করে। একবার বলেন, যাঁরা আন্দোলন করছেন, তাঁদের দেশে থাকার অধিকার নেই। আবার বলেন, আন্দোলনকারীরা নাটক করছেন। ছবি তোলার জন্য ধরনা মঞ্চে যাচ্ছেন। রাজ্যের মন্ত্রীর এই মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সরকারি কর্মী ও আন্দোলনকারীরা। অনশন-আন্দোলন নিয়ে রাজ্যের মন্ত্রীর এমন মন্তব্য করা উচিত নয়। সাফ জানান তাঁরা।
তারপর শুক্রবার কালীঘাটে তৃণমূল কংগ্রেসের দলীয় বৈঠক হয়। সূত্রের খবর, সেই বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমের উদ্দেশে বলেন, 'ববি, তুই বেশি কথা বলছিস। কর্পোরেশন নিয়ে বলবি। তার বাইরে কোনও বিষয়ে তোকে কথা বলতে হবে না। বলার আগে আমায় জিজ্ঞেস করে নিবি। এটা যেন মনে থাকে।'
তবে শুধু ফিরহাদ হাকিম নয়, কালীঘাটের সেদিনের বৈঠক থেকে অরূপ চক্রবর্তী, দিনহাটার বিধায়ক উদয়ন গুহকেও মুখে লাগাম টানার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, AICPI অনুযায়ী ডিএ পাওয়ার দাবিতে শহিদ মিনারে আন্দোলন-অনশন করছেন সরকারি কর্মীদের একাংশ। তাঁদের দাবি, ডিএ পাওয়া তাঁদের অধিকার। অথচ সরকার তা দিচ্ছে না। যদিও রাজ্যের শাসকদলের একাধিক নেতার দাবি, কেন্দ্রীয় সরকার আর্থিক বঞ্চনা এর জন্য দায়ী।