Advertisement

Firhad Hakim: মেট্রোর পিলার হোক নীল-সাদা, ফের চিঠি দিয়ে মনে করালেন ফিরহাদ হাকিম

Firhad Hakim: মেট্রোর পিলার নীল-সাদা রং করা নিয়ে চিঠি পাঠিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মাসখানেক পেরোলে তা না হওয়ায় ক্ষুব্ধ মেয়র। এ নিয়ে কোনও আলোচনাও হয়নি বলে দাবি করেন তিনি। গত ১৮ জানুয়ারি রেল বিকাশ নিগম লিমিটেড-কে চিঠি দিয়েছিলেন মেয়র। সৌন্দর্যায়ন ধরে রাখতে মেট্রোর পিলারেও একই রং করানোর আবেদন জানিয়েছিলেন।

মেয়র ফিরহাদ হাকিম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Feb 2023,
  • अपडेटेड 9:12 AM IST
  • মেট্রোর পিলার নীল-সাদা রং করা নিয়ে চিঠি পাঠিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম
  • মাসখানেক পেরোলে তা না হওয়ায় ক্ষুব্ধ মেয়র
  • এ নিয়ে কোনও আলোচনাও হয়নি বলে দাবি করেন তিনি

Firhad Hakim: মেট্রোর পিলার নীল-সাদা রং করা নিয়ে চিঠি পাঠিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মাসখানেক পেরোলে তা না হওয়ায় ক্ষুব্ধ মেয়র। এ নিয়ে কোনও আলোচনাও হয়নি বলে দাবি করেন তিনি। গত ১৮ জানুয়ারি রেল বিকাশ নিগম লিমিটেড-কে চিঠি দিয়েছিলেন মেয়র। সৌন্দর্যায়ন ধরে রাখতে মেট্রোর পিলারেও একই রং করানোর আবেদন জানিয়েছিলেন।

বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের নীল-সাদা রং লেগেছে সরকারি বিল্ডিং, সেতু, রাস্তার রেলিং, ডিভাইডার এমনকি  শৌচালয়েও। শহর থেকে জেলা সবেতেই সৌন্দর্যায়ন হয়েছে নীল-সাদায়। তাই মেট্রোর পিলার-ই বা কেন বাদ যায়? রাজ্যের থিম রংয়ের সঙ্গে যাতে মেট্রোর পিলারের রংয়ে সামঞ্জস্য থাকা উচিত বলে তিনি জানিয়েছিলেন। সেই মর্মেই এই চিঠি আরভিএনেলে। 

আরভিএনেলের এগজিকিউটিভ ডিরেক্টর অমিত রায় জানিয়েছেন, আমরা চিঠি পেয়েছি। এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত হলে জানানো হবে। 

তবে, মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, জানতে পেরেছি, তবে চিঠিটা দেওয়া হয়েছে মেট্রো রেল বিকাশ নিগম লিমিটেডকে। মেট্রো রেলকে দেওয়া হয়নি। নিগম নিশ্চয়ই জানাবে। তার পর প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে নিশ্চয়ই।

তৃণমূল সাংসদকে শান্তনু সেন বলেন, সৌন্দর্যায়নের জন্য আবেদন করা, এতে আপত্তির কোনও কারণ দেখতে পাচ্ছি না।

তবে মেট্রোর পিলার নীল-সাদা রং হবে কিনা তা নিয়ে ধোঁয়াশাই রইল।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement