Advertisement

Firhad Hakim: এ বার পুরসভায় নিয়োগ করবেন DM-রা, নয়া নিয়ম জানালেন মেয়র

নিয়োগ দুর্নীতি শুধু স্কুলে নয়, পুরসভাতেও হয়েছে বলে অভিযোগ করছেন অনেকেই। সবমিলিয়ে বিভিন্ন পুরসভায় ৫ হাজার চাকরি বিক্রি হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। বুধবার কলকাতা পুরসভার (KMC)মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

ফিরহাদ হাকিম।ফিরহাদ হাকিম।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Mar 2023,
  • अपडेटेड 3:42 PM IST
  • নিয়োগ দুর্নীতি শুধু স্কুলে নয়, পুরসভাতেও হয়েছে বলে অভিযোগ করছেন অনেকেই।
  • সবমিলিয়ে বিভিন্ন পুরসভায় ৫ হাজার চাকরি বিক্রি হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে।

নিয়োগ দুর্নীতি শুধু স্কুলে নয়, পুরসভাতেও হয়েছে বলে অভিযোগ করছেন অনেকেই। সবমিলিয়ে বিভিন্ন পুরসভায় ৫ হাজার চাকরি বিক্রি হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। বুধবার কলকাতা পুরসভার (KMC)মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

এদিন ফিরহাদ বলেন, "আদালত এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও নির্দেশ দেয়নি। তবে নিয়োগ দুর্নীতি রুখতে পদক্ষেপ করছে পুরসভা। মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে এখন পুরসভায় চাকরি হয়। ডিএম-এর তত্ত্বাবধানে গ্রুপ ডি পদে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে।"

রাজ্যের ৬০ পুরসভায় ৫ হাজারের বেশি চাকরি বিক্রি হয়েছে বলে সম্প্রতি আদালতে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারা জানিয়েছে, শিক্ষক নিয়োগের মতোই ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে পুরসভার কর্মী নিয়োগেও। ইডি সূত্রে দাবি, ধৃত অয়ন শীলের সল্টলেকের ঠিকানায় তল্লাশি চালিয়ে একাধিক পুরসভার কাউন্সিলরের অফিসের মজদুর পদে চাকরির জন্য OMR উত্তরপত্রের নথি মিলেছে। চাকরিপ্রার্থীদের সই করা উত্তরপত্র পাওয়া গিয়েছে। এছাড়াও অয়নের সল্টলেকের ঠিকানা থেকে মিলেছে, একটি সাদা ড্রাফট লেটার, যেটি দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যানের উদ্দেশে লেখা। 

আরও পড়ুন

অভিযোগ, অয়ন শীল উচ্চপদস্থ সরকারি কর্তা ও প্রভাবশালীদের সঙ্গে নিয়েই করেই পুরসভায় নিয়োগে বিপুল দুর্নীতি করেছিলেন। পুরসভার গাড়ির চালক, টাইপিস্ট, ক্লার্ক, গ্রুপ ডি, সাফাইকর্মী—বিভিন্ন দরে বিক্রি হয়েছে চাকরি। অভিযোগ প্রায় ৫০ কোটি টাকা তোলা হয়েছে চাকরি বিক্রি করে।
 

 

Read more!
Advertisement
Advertisement