করোনায় আক্রান্ত (COVID-19) প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এই নিয়ে ৩ বার করোনার কবলে পড়লেন তিনি। করোনা আক্রান্তের কথা নিজেই ট্যুইট করে জানান তিনি। একা নন, করোনা আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রী, বাবা এবং তাঁর একাধিক স্টাফও। ট্যুইটে ককটেল জ্যাবের দাম নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়াকে মেনশন করে একরাশ ক্ষোভ উগরে দেন।
গত ২ জানুয়ারি ডায়মন্ড হারবার এমপি কাপে মাস্ক ছাড়াই দেখা যায় বাবুলকে, সেখানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী আকৃতি কক্কর, শান, অভিষেক বন্দোপাধ্যায় সহ অন্যান্য হেভিওয়েট নেতা, মন্ত্রীরা।
বাবুল সুপ্রিয়র ট্যুইট-