Advertisement

Ban Open Spitting: গুটখা-পানের পিকে সব 'লালে লাল', রুখতে কড়া আইন আনার পথে মমতা

রাস্তাঘাটে বেরোলে হামেশাই দেখা যায় পানের পিক কিংবা গুটখার পিকে ভরে গিয়েছে সর্বত্র। শহর থেকে শহরতলী সর্বত্র প্রায় একই ছবি। ব্রিজ থেকে শুরু করে সরকারি সম্পত্তি, যত্রতত্র গুটকার পিক ফেলার হাত থেকে কোনও জায়গাই নিস্তার পায় না । তবে এবার সাবধান হওয়ার পালা! পান বা গুটখা খেয়ে যত্রতত্র পিক ফেললেই হবে মোটা টাকা জরিমানা।

যত্রতত্র গুটখা-পানের পিক ফেললেই এবার মোটা জরিমানা, কড়া আইনের পথে মমতাযত্রতত্র গুটখা-পানের পিক ফেললেই এবার মোটা জরিমানা, কড়া আইনের পথে মমতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Feb 2025,
  • अपडेटेड 10:26 AM IST

রাস্তাঘাটে বেরোলে হামেশাই দেখা যায় পানের পিক কিংবা গুটখার পিকে ভরে গিয়েছে সর্বত্র। শহর থেকে শহরতলী সর্বত্র প্রায় একই ছবি। ব্রিজ থেকে শুরু করে সরকারি সম্পত্তি, যত্রতত্র গুটকার পিক ফেলার হাত থেকে কোনও জায়গাই নিস্তার পায় না । তবে এবার সাবধান হওয়ার পালা! পান বা গুটখা খেয়ে যত্রতত্র পিক ফেললেই হবে মোটা টাকা জরিমানা। 

মঙ্গলবার ছিল মন্ত্রিসভার বৈঠক। যেখানে সেখানে গুটখা, পানের পিক ফেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, রাজ্য সরকার রাস্তাঘাট বা নতুন কোনও প্রকল্পে নীল-সাদা রঙ করে। শহরের সৌন্দর্যায়নে জোর দেয়। অথচ সেই সৌন্দর্যায়নে জল ঢেলে দেয় শহরবাসীর একাংশ। গুটখা, পানের পিকে ভরিয়ে দেয় সেই সমস্ত সৌন্দর্যায়ন। এবার তা রুখতে নয়া বিল আনছে রাজ্য সরকার।

 মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, এই সমস্যা নিয়ন্ত্রণে আরও কঠোর আইন আনা যায় কিনা, জরিমানার অঙ্ক বাড়ানো সম্ভব কিনা, তা পর্যালোচনা করতে হবে। সেইসঙ্গে, মুখ্যসচিবকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন তিনি। প্রসঙ্গত, শহর কলকাতার যত্রতত্র গুটখা বা পানের পিক ফেলে নোংরা করার দৃশ্য নতুন নয়। এমনকি বিভিন্ন সরকারি অফিসের দেওয়ালেও এই নোংরা করার ছাপ দেখা যায় যখন-তখন। শুধু তাই নয়, পথেঘাটে প্রস্রাব করার ঘটনাও আকছার চোখে পড়ে। ঝাঁঝালো গন্ধে অসুস্থ হয়ে পড়ার দশা হয় পথচারীদের। সূত্রের খবর, মন্ত্রীসভার বৈঠকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা।

মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  নেতৃত্বে ছিল মন্ত্রিসভার বৈঠক। ওই বৈঠক থেকেই জানা যাচ্ছে এই নতুন বিল আনার কথা। এছাড়াও সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফকেও জমি দেওয়ার ব্যাপারে বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। প্রসঙ্গত পানের পিক কিংবা  থুতু ফেলা নিয়ে ১৯৮০ সালের পুর আইনের ৩৩৮ ধারায় জরিমানার কথা উল্লেখ রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এক্ষেত্রে দোষীদের জরিমানা করা হয়। তবে এবার স্বচ্ছতা অভিযানে এক কদম এগিয়ে থাকতে এই বিল আনার সিদ্ধান্ত নিয়েছে মমতা সরকার। আগামী ১০ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন রয়েছে রাজ্যে। সূত্রের খবর সেখানেই এই সংক্রান্ত নতুন বিল পেশ করা হবে। বিধানসভায় নতুন করে বিল এলে কঠোর শাস্তির ব‍্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার।

Advertisement

 বিধানসভায় নতুন বিলে যত্রতত্র পান-গুটখার পিক, থুতু ফেলার শাস্তিস্বরূপ মোটা জরিমানা কার্যকর হতে চলেছে। সেই বিল পেশের ব্যাপারে মঙ্গলবার মন্ত্রিসভায় অনুমোদন নেওয়া হয়। অনুমোদনও মেলে। এবার বিধানসভায় সেই বিল পেশ হওয়ার অপেক্ষা। সূত্রের দাবি, বিল কার্যকর হলে যেখানে-সেখানে পিক ফেললে এক হাজার টাকা জরিমানা দিতে হতে পারে। প্রসঙ্গত, এই বিষয়ে ২০০১ সালেই আইন প্রণয়ন করা হয়েছিল। ‘দ্য ওয়েস্ট বেঙ্গল প্রোহিবিশন অফ স্মোকিং অ্যান্ড স্পিটিং অ্যান্ড প্রোটেকশন অফ হেল্থ অফ নন-স্মোকারস অ্যান্ড মাইনর অ্যাক্ট, ২০০১’ অনুসারে, প্রকাশ্যে প্রথমবার থুতু বা গুটখার পিক ফেললে এক হাজার টাকা জরিমানা হবে। দ্বিতীয়বার ধরা পড়লে দু হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে। কিন্তু তাতেও নাগরিকদের হুঁশ ফিরছে না। তাই আরও কঠোর আইন আনছে রাজ্য সরকার।  উল্লেখ্য, বছর ঘুরলেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের আগে এটাই মমতা  সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। পরের বছর বিধানসভা ভোটের আগে ‘ভোট অন অ‌্যাকাউন্ট’ করতে হবে। এই সমস্ত বিষয়কে সামনে রেখেই এবার আগামী এক বছরে দল ও সরকারের ভূমিকা কি হবে তা নিয়েও বৈঠকে বেশ কিছু আলোচনা করা হয়েছে বলেই জানা যাচ্ছে।
 

Read more!
Advertisement
Advertisement