Advertisement

Haimanti Ganguly: শিক্ষক নিয়োগ দুর্নীতি: কুন্তল বলছেন, 'গোপালের দ্বিতীয় বউ', রহস্যের নাম 'হৈমন্তী', কে ইনি?

নিয়োগ (Recruitment Scam) দুর্নীতিতে ফের মহিলা! পার্থ-অর্পিতার পর এবার নজরে গোপাল দলপতির (Gopal Dalapati) দ্বিতীয় স্ত্রী। অভিযুক্ত কুন্তলের (Kuntal Ghosh) মুখেই উঠে এসেছে ওই মহিলার নাম। হুগলির যুব নেতার বয়ানে নিয়োগ কেলেঙ্কারিতে পরপর সামনে আসছে আরও অনেক বিস্ফোরক তথ্য। গোপালের দ্বিতীয় স্ত্রী হৈমন্তীর (Haimanti Ganguly) কাছেই নাকি রয়েছে সব টাকা, এমনই দাবি করেছেন কুন্তল। 

ছবি-ফেসবুক।ছবি-ফেসবুক।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Feb 2023,
  • अपडेटेड 1:58 PM IST
  • নিয়োগ (Recruitment Scam) দুর্নীতিতে ফের মহিলা! পার্থ-অর্পিতার পর এবার নজরে গোপাল দলপতির (Gopal Dalapati) দ্বিতীয় স্ত্রী।
  • অভিযুক্ত কুন্তলের (Kuntal Ghosh) মুখেই উঠে এসেছে ওই মহিলার নাম।

নিয়োগ (Recruitment Scam) দুর্নীতিতে ফের মহিলা! পার্থ-অর্পিতার পর এবার নজরে গোপাল দলপতির (Gopal Dalapati) দ্বিতীয় স্ত্রী। অভিযুক্ত কুন্তলের (Kuntal Ghosh) মুখেই উঠে এসেছে ওই মহিলার নাম। হুগলির যুব নেতার বয়ানে নিয়োগ কেলেঙ্কারিতে পরপর সামনে আসছে আরও অনেক বিস্ফোরক তথ্য। গোপালের দ্বিতীয় স্ত্রী হৈমন্তীর (Haimanti Ganguly) কাছেই নাকি রয়েছে সব টাকা, এমনই দাবি করেছেন কুন্তল। 

হৈমন্তী গাঙ্গুলী

গোপাল নাকি পার্টনারশিপে কোম্পানিও খুলেছিলেন হৈমন্তীর (Haimanti Ganguly) সঙ্গে। নাম দিয়েছিলেন হৈমন্তী অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড। সেই কোম্পানিতে ডিরেক্টর ছিলেন স্বামী-স্ত্রী। ন-বছর পর রাতারাতি বন্ধ হয়ে যায় কোম্পানিটি। দু বছর আগে অন্য মামলায় গ্রেফতার হন গোপাল। তিহারে খাটেন জেলও। পরে জামিনে মুক্তি পান। শুধুই হৈমন্তীর সঙ্গে এই সংস্থা নয় সিবিআইয়ের তথ্য তালাশে উঠে আসছে গোপালের আরও পাঁচটি সংস্থার নাম।  হাওড়ার উত্তর বাকসাড়া এলাকায় পৈতৃক বাড়ি রয়েছে হৈমন্তীর (Haimanti Ganguly) । টালিগঞ্জে তাঁর একটি ফ্ল্যাটও রয়েছে। পরিবার সূত্রে খবর, তিনি পেশায় মডেল। 

হৈমন্তী গাঙ্গুলী

নিয়োগে দুর্নীতিকাণ্ডে গত ২১ জানুয়ারি গ্রেফতার করা হয় কুন্তলকে। এর পরই তাপসের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেন যুব তৃণমূল নেতা। পাল্টা কুন্তলকেই নিশানা করেন তাপস। এই সময়ই গোপাল দলপতির নাম উঠে আসে। টাকা লেনদেনে গোপালও জড়িত বলে জানতে পারেন তদন্তকারীরা। গোপালকে কয়েক দফায় জিজ্ঞাসাবাদও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত রবিবার তাপসকে গ্রেফতার করে সিবিআই। এর পরই হৈমন্তীর (Haimanti Ganguly) নাম প্রকাশ করেন কুন্তল। পাশাপাশি গোপালেরই আরও এক নাম আরমান বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

হৈমন্তী গাঙ্গুলী

জানা যাচ্ছে, বেহালা চৌরাস্তা রাজা রামমোহন রায় রোডে রাস্তার পাশেই হৈমন্তী গাঙ্গুলির একটি ফ্ল্যাট রয়েছে। জানা গিয়েছে, গোপাল দলপতির সঙ্গে এই হৈমন্তীর বিয়ে হলেও বছর তিনেক আগে ডিভোর্স হয়ে যায়। কুন্তল দাবি করেছেন, হৈমন্তীর কাছে নিয়োগ দুর্নীতির বিরাট অঙ্কের টাকা পৌঁছেছিল। প্রতিবেশীরা জানাচ্ছেন, হৈমন্তীর বাবা-মা এলাকায় বলতেন, মেয়ে সিরিয়াল, সিনেমা করেন। গভীর রাত পর্যন্ত বাকসাড়ার বাড়ির সামনে বিলাসবহুল সব গাড়ি দাঁড়িয়ে থাকত বলেও দাবি স্থানীয়দের।

Advertisement

কুন্তল দাবি করেছেন, উত্তরবঙ্গের এক প্রভাবশালী নেতার পিএ-এর অ্যাকাউন্ট থেকে গোপাল দলপতির অ্যাকাউন্টে ৩৯ লক্ষ টাকা ঢুকেছিল। সেই টাকা গোপাল ট্রান্সফার করেছিলেন হৈমন্তীর সংস্থার অ্যাকাউন্টে।

 

Read more!
Advertisement
Advertisement