Advertisement

তৃণমূলকে দুষে শাহের মুখে লালার নাম, কে এই ব্যক্তি ?

দুদিনের বঙ্গ সফরে লালা প্রসঙ্গ টেনে তৃণমূলকে কটাক্ষ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাল্টা বিজেপিকে ছাড়েনি তৃণমূলও। দলের হয়ে ব্যাটন ধরেছেন সাংসদ  সুখেন্দুশেখর রায়।

অমিত শাহ। ছবি- পিটিআইঅমিত শাহ। ছবি- পিটিআই
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Nov 2020,
  • अपडेटेड 1:13 PM IST
  • লালা প্রসঙ্গ টেনে তৃণমূলকে কটাক্ষ করেছেন অমিত শাহ
  • পাল্টা জবাব তৃণমূলের
  • লালার ২২টি অফিসে চলে তল্লাশি

দুদিনের বঙ্গ সফরে লালা প্রসঙ্গ টেনে তৃণমূলকে কটাক্ষ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাল্টা বিজেপিকে ছাড়েনি তৃণমূলও। দলের হয়ে ব্যাটন ধরেছেন সাংসদ  সুখেন্দুশেখর রায়।

শুক্রবার সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেন, "আমি শুনেছি লালা বলে একজনের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আগে পরিষ্কার করে বলুক লালার সঙ্গে তাদের কী সম্পর্ক রয়েছে। কয়লার রাজস্ব  কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই পায়। কয়লার রাজস্ব চুরি করা একজন ব্যক্তির জন্য এতো চিন্তার কী আছে ? মহিলার উপর আক্রমণের ঘটনা কমানোর বিষয়ে তিনি চিন্তা করলে, আরও ভালো হত।" এরপরেই বিজেপিকে পাল্টা আক্রমণ করে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, ''কোথায় কোথায় লালার টাকা যায় ওরাই খুঁজে বের করুন, দেশের কয়লাখনি গুলি কেন বিক্রি করা হল?'' পিএম কেয়ার্স, রেল স্টেশন বেসরকারিকরণ-সহ একাধিক ইস্যুতে এদিন বিজেপিকে পাল্টা আক্রমণ করেন তিনি।

কে এই লালা

আরও পড়ুন

যেই লালাকে নিয়ে এত বিতর্ক, কে সেই লালা? আসল নাম অনুপ মাঝি। বর্তমানে পুরুলিয়াতে বড়ি রয়েছে এই কয়লা ব্যবসায়ীর। অভিযোগ, বেআইনি কয়লা কারবারে তাঁর মদত রয়েছে। কয়লা চোরাচালানের সঙ্গেও তিনি জড়িত বলে অভিযোগ। বৃহস্পতিবার গোটা রাজ্য়ে লালার অন্তত ২২টি অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় আয়কর দফতর। প্রচুর নথিপত্র খতিয়ে দেখেন তদন্তকারীরা। আয়ের উৎস, কোথায় কোথায় কয়লা পাঠানো হয় সব কিছুই খতিয়ে দেখেন তাঁরা। অফিসের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর। যদিও এখনও পর্যন্ত লালাকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে। তার জন্য সমনও জারি করা হয়েছে।

কয়লা ব্যবসায়ী লালার সঙ্গে রাজ্যে কিছু রাজনৈতিক নেতাদের যোগ রয়েছে। এমনটাই অভিযোগ সামনে এসেছে। আর তা ঘিরে অমিত শাহের বঙ্গ সফরে তুঙ্গে ওঠে রাজনৈতিক বিতর্ক। ইস্যুতে হাতিয়ার করে ঘাসফুলের বিরুদ্ধে একের পর এক নিশানা করে বিজেপি। অন্যদিকে পাল্টা জবাব দেয় তৃণমূলও। এদিন শুধু অফিসও নয়, পুরুলিয়ার রঘুনাথপুরে কয়লা ব্যবসায়ী লালার বাড়িতেও চলে তল্লাশি।

Advertisement

Read more!
Advertisement
Advertisement