Advertisement

দমদমে মহিলা খুনে গ্রেফতার প্রেমিক, নেপথ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক

পুলিশ জানিয়েছে, মহিলাকে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে। মহিলার পরিচয় গোপন রাখতে খালের ধারে বালির বস্তা দিয়ে চাপা দিয়ে রেখে পালিয়ে গিয়েছিল রাজু। তার সঙ্গে ওই মহিলার অবৈধ সম্পর্ক ছিল।

DUMDUM MURDERDUMDUM MURDER
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Nov 2022,
  • अपडेटेड 3:51 PM IST
  • অবৈধ সম্পর্কের টানাপোড়েন
  • দমদমে মহিলা খুনে গ্রেফতার বিবাহবহির্ভূত প্রেমিক


 
দমদমে মহিলা খুন ও পচাগলা কঙ্কালসার দেহ উদ্ধারের ঘটনার কিনারা করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে ওই মহিলার প্রেমিক রাজু দত্তকে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই ওই মধ্যবয়সী মহিলাকে খুন করা হয়েছে বলে দাবি পুলিশের। 


বুধবার দমদমের নলতায় খাল পাড় থেকে কাকলি দত্ত নামে বছর চল্লিশের ওই মহিলার পচাগলা, কঙ্কালসার দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ মৃতার বাড়ি গোবরডাঙায়। ৪ নভেম্বর কাকলিকে ডেকে এনে তাঁর মাথায় ভারী কোনও কিছু দিয়ে আঘাত করে খুন করে রাজু। এরপর দেহ পুঁতে দেয়। মৃতদেহে পচন ধরলে দূর্গন্ধ বেরোতে থাকে। তারপরই বিষয়টি সামনে আসে। রবিবার ধৃত রাজুকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। 


শনিবার রাতে পুলিশ অভিযুক্ত রাজু দাসকে নলতার বাঁদরা তিনপুকুর অঞ্চল থেকে আটক করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে খুনের কথা স্বীকার করে নেয়। পুলিশকে রাজু জানায়, তার সঙ্গে কাকলির বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। 

আরও পড়ুন


পুলিশ জানিয়েছে, মহিলাকে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে। মহিলার পরিচয় গোপন রাখতে খালের ধারে বালির বস্তা দিয়ে চাপা দিয়ে রেখে পালিয়ে গিয়েছিল রাজু। তার সঙ্গে ওই মহিলার অবৈধ সম্পর্ক ছিল।

 

Read more!
Advertisement
Advertisement