Advertisement

India Today Conclave East 2022 Babul Supriyo- Dilip Ghosh : 'উনি তো এখন নার্সারিতে খেলছেন', দিলীপের খোঁচায় কী জবাব বাবুলের?

কয়েক মাস আগে পর্যন্ত বাবুল সুপ্রিয় ও দিলীপ ঘোষ একই দলেই সদস্য ছিলেন। তবে এখন তাঁরা প্রতিদ্বন্দ্বী। গেরুয়া শিবির ছেড়ে রাজ্যের শাসকদলে নাম লিখিয়েছন বাবুল। হয়েছেন বিধায়কও। আর তা নিয়ে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ ও বাবুল সুপ্রিয়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jul 2022,
  • अपडेटेड 10:17 PM IST
  • দিলীপ ঘোষের পরই India Today Conclave East 2022-এর মঞ্চে উঠেছিলেন বাবুল সুপ্রিয়
  • দিলীপ ঘোষ তাঁকে নিয়ে যে কটাক্ষ করেছিলেন, তার জবাব দেন তিনি

কয়েক মাস আগে পর্যন্ত বাবুল সুপ্রিয় ও দিলীপ ঘোষ একই দলেই সদস্য ছিলেন। তবে এখন তাঁরা প্রতিদ্বন্দ্বী। গেরুয়া শিবির ছেড়ে রাজ্যের শাসকদলে নাম লিখিয়েছন বাবুল। হয়েছেন বিধায়কও। আর তা নিয়ে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। 

India Today Conclave East 2022-এ বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করে বলেন, 'বাবুল তো এখন MLA। ফাস্ট ইলেভেনে খেলতেন। এখন নার্সারিতে খেলছেন। এটাও রাজনীতি। তবে উনি আমার বন্ধু। ৫-৬ বছর একসঙ্গে রাজনীতি করেছি। সেটাও ঠিক।' 

আরও পড়ুন : মমতা কি বেটার বস? উত্তরে যা বললেন বাবুল

দিলীপ ঘোষের পরই India Today Conclave East 2022-এর মঞ্চে উঠেছিলেন বাবুল সুপ্রিয়। দিলীপ ঘোষ তাঁকে নিয়ে যে মন্তব্য করেছেন সেই প্রসঙ্গে বিধায়ক-গায়ক বলেন, 'দিওয়ার সিনেমার সেই বিখ্যাত ডায়ালগটা আছে জানেন তো। আমার কাছে মা আছে। যদিও আমি আমার মা'কে হারিয়েছি। তবে আমার মা হল আত্মসম্মান। আমি যেখানে যেভাবে আছি তাতেই খুশি।' 

বাবুলের আরও বলেন, 'আমি তো আর ধান্দাবাজ নই। যেভাবে কাজ করতে চাই, সেভাবে করতে পারছি। এটাই আমার কাছে আনন্দের বিষয়। আমি দিলীপ ঘোষকে নিয়ে বলতে গিয়ে দ্বিধা বোধ করছি। রগড়ে দেব ধরনের মন্তব্য করেছেন উনি।  একজন রাজনীতিবিদ যদি একথা বলেন, তাহলে তাঁদের সঙ্গে না থাকাই ভালো। আর একটা কথা, কেউ যদি আমাকে নিয়ে ভাবে তাহলে নিজেকে ভাগ্যবান মনে করব। তবে এটাও ঠিক, তাঁর ভাবনার সীমাবদ্ধতা রয়েছে। আমার নেই। তাই আমি সিদ্ধান্ত নিতে পারি।'  

 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement