Advertisement

Jobless Teachers- Sourav Ganguly : আন্দোলনে পাশে চেয়ে সৌরভের সঙ্গে সাক্ষাতের চেষ্টা চাকরিহারাদের, ফিরতে হল খালি হাতে

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক। এই চাকরি যাওয়ার জন্য রাজ্য সরকারকে দায়ি করেছেন চাকরিহারাদের একাংশ। প্রতিবাদে পথেও নেমেছেন তাঁরা। আগামী ২১ তারিখ নবান্ন অভিযান করবে  চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ।

Sourav Ganguly (File Photo) Sourav Ganguly (File Photo)
  • কলকাতা ,
  • 15 Apr 2025,
  • अपडेटेड 9:54 PM IST
  • আন্দোলনে পাশে চেয়ে সৌরভের সঙ্গে সাক্ষাতের চেষ্টা চাকরিহারাদের
  • তবে দেখা হল না মহারাজের সঙ্গে

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মচারী। এই চাকরি যাওয়ার জন্য রাজ্য সরকারকে দায়ি করেছেন চাকরিহারাদের একাংশ। প্রতিবাদে পথেও নেমেছেন তাঁরা। আগামী ২১ তারিখ নবান্ন অভিযান করবে চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ। সেই প্রতিবাদে সৌরভকে পাশে চান তাঁরা। সেজন্য বাড়ির গেটের কাছে যান তাঁরা। তবে দেখা হয়নি মহারাজের সঙ্গে। বেহালা থেকে খালি হাতেই ফিরতে হল চাকরিহারাদের। 

অভিযোগ, চাকরিহারাদের যে প্রতিনিধিরা সৌরভের বাড়ি যাওয়ার চেষ্টা করেছিলেন তাঁদের থানায় নিয়ে গেল যায় পুলিশ। সূত্রের খবর, কেন সৌরভের সঙ্গে কেন দেখা করতে চাইছেন, সেটাই জানতে চাইবে পুলিশ। 

মঙ্গলবার সন্ধেবেলা। সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের বেহালার বাড়ির কাছে যান চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের ৩ সদস্য। তাঁদের হাতে ছিল একটি মুখবন্ধ খাম। এদিকে এই খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখান থেকে ভিড় সরিয়ে দেওয়া হয়। 

চিঠি দিতে যাওয়া প্রতিনিধিরা জানান, চাকরি খোয়ানোর বিষয়ে ভারতের প্রাক্তন অধিনায়কের সঙ্গে আলোচনা করার উদ্দেশ্য নিয়ে তাঁরা এসেছেন। ২১ তারিখ নবান্ন অভিযান রয়েছে। সেদিনের কর্মসূচিতে যোগদানের জন্য তাঁরা আমন্ত্রণ জানাতে এসেছেন। তবে পুলিশের তরফে তাঁদের বাধা দেওয়া হয়। 

পুলিশ আধিকারিকরা তাঁদের জানিয়েছেন, এভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা হওয়া সম্ভব নয়। কারণ তিনি ভিআইপি। তাঁর সঙ্গে দেখা করার কিছু প্রোটোকল রয়েছে। তবে চাইলে সেই চিঠি সৌরভের বেহালার অফিসে জমা দেওয়া যেতে পারে। এমনটাই দাবি করেন চাকরিহারারা। 

এদিকে পরে জানা যায়, চাকরিহারারা যখন গিয়েছিলেন তখন সৌরভ বাড়িতে ছিলেন না। সপরিবারে তিনি অন্য কোনও অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তবে এই ব্যাপারে সৌরভের কোনও প্রতিক্রিয়াও জানা যায়নি। 

Read more!
Advertisement
Advertisement