Advertisement

Justice Biswajit Basu: 'মাধ্যমিক পরীক্ষার্থী কম, এত শিক্ষক কী হবে? অপচয়,' পর্যবেক্ষণ হাইকোর্টের

তুহিনা সাহা নামে এক শিক্ষিকা বেতনবৃদ্ধি-সহ একাধিক সুবিধা সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে মামলা করেন। সেই মামলার শুনানি ছিল আজ।

'মাধ্যমিক পরীক্ষার্থী কম, এত শিক্ষক কী হবে? অপচয়,' পর্ষবেক্ষণ হাইকোর্টের'মাধ্যমিক পরীক্ষার্থী কম, এত শিক্ষক কী হবে? অপচয়,' পর্ষবেক্ষণ হাইকোর্টের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Feb 2023,
  • अपडेटेड 4:07 PM IST
  • এবার ৪ লাখ কম পডুয়া মাধ্যমিকে বসছে
  • তা নিয়ে নিয়ে অসন্তোষের সুর কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর গলায়

সোমবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া ও রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে আবারও মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu)। কয়েকদিন আগেই তিনি বলেছিলেন, ‘পড়ুয়া না থাকলে সেই স্কুলে শিক্ষক রেখে লাভ নেই। যে সব স্কুলে পড়ুয়া নেই সেই সমস্ত স্কুলের পড়ুয়াদের অন্য স্কুলে পাঠিয়ে দিন।' আর আজ শিক্ষক নিয়োগ নিয়েই আরেকটি মামলার প্রেক্ষিতে বিচারপতি বসু বলেন, 'অতিরিক্ত শিক্ষকের কী প্রয়োজন? কী লাভ ? অর্থের অপচয় হচ্ছে।'

তুহিনা সাহা নামে এক শিক্ষিকা বেতনবৃদ্ধি-সহ একাধিক সুবিধা সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে মামলা করেন। সেই মামলার শুনানি ছিল আজ। শুনানিতে বিচারপতি শিক্ষিকাকে প্রশ্ন করেন, 'শিক্ষকরা চাইল্ড কেয়ার লিভ নিয়ে নিজের সন্তানকে দেখছেন। সরকারি টাকায় সন্তানকে বেসরকারি স্কুলে পাঠাচ্ছেন। সন্তানসম সরকারি স্কুলের ছাত্রের কী হবে ভেবেছেন?' তিনি আরও বলেন, 'কোনও পড়ুয়াকে যদি জিজ্ঞাসা করা যায় যে সে আপনাদের কাছ থেকে কী শিখেছে ? সদুত্তর পাব তো ? উত্তর আপনাদের জন্য স্বস্তিদায়ক হবে তো? নিজের অধিকারের ছুটি চাইছেন, কিন্তু পড়ুয়াদের অধিকারের কী হবে?' 

আরও পড়ুন

 

Read more!
Advertisement
Advertisement