Advertisement

Kalyan Vs Ratna: হাইকোর্টে সাংসদ Vs বিধায়ক, রত্নার বিরুদ্ধে মামলার অনুমতি চাইলেন শোভনের আইনজীবী কল্যাণ

প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে রত্নার বিবাহবিচ্ছেদ মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। ওই মামলায় শোভনের পক্ষে সওয়াল করছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কল্যাণ বনাম রত্নাকল্যাণ বনাম রত্না
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Feb 2025,
  • अपडेटेड 9:00 PM IST

হাইকোর্টে তৃণমূল বনাম তৃণমূল! তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ করলেন তৃণমূলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর নিশানায় তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। বিচারপতির কাছে  রত্নার বিরুদ্ধে মামলা দায়ের করার অনুমতি চেয়েছেন কল্যাণ।   

ঘটনা হল, প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে রত্নার বিবাহবিচ্ছেদ মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। ওই মামলায় শোভনের পক্ষে সওয়াল করছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি বলেন,'বিভিন্ন সংবাদমাধ্যমে দেখলাম রত্না আমায় হুমকি দিচ্ছেন। আমার আইনজীবী মেয়ের সম্পর্কেও কুৎসা করেছেন। হুমকিকে ভয় পাই না। তবে  এটা কী ধরনের আচরণ? আদালত আমাদের অভিভাবক। অন্যপক্ষের আইনজীবীকে কি হুমকি দেওয়া যায়? আদালতকেও কি রাজনৈতিক মঞ্চ হিসাবে ব্যবহার করা যায়? হাইকোর্টের পরিবর্তে অন্য কোনও জায়গা হলে তো মারধর করত'।

এই সংক্রান্ত বিষয়ে রত্নার বিরুদ্ধে অভিযোগ দায়েরের জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন কল্যাণ। কল্যাণের অভিযোগ প্রেক্ষিতে বিষয়টি বিচারপতির কাছে জানতে চান রত্নার আইনজীবী। আগামী বুধবার এ নিয়ে রত্নার বক্তব্য শুনবেন বলে জানিয়েছেন বিচারপতি ভট্টাচার্য। রত্নার বক্তব্য জেনে মামলা দায়েরের অনুমতি দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Read more!
Advertisement
Advertisement